ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পৌর মেয়রের বিরুদ্ধে ভূমি জবর দখলের অভিযোগ

প্রকাশিত: ২৩:৫১, ২ এপ্রিল ২০১৬

পৌর মেয়রের বিরুদ্ধে ভূমি জবর দখলের অভিযোগ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে ভূমি জবর দখল, প্রকাশ্যে প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও বিতর্কিত ভূমির উপর প্রকল্প বাতিল এবং নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেল করেছে ক্ষতিগ্রস্থ পরিবার। শনিবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভূমির মালিক গোলাপ ফুল,পুত্রবধূ সাগরিকা ত্রিপুরাসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রাপ্রুচাই চৌধুরী। এতে বলা হয়, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম জোরপূর্বক পাহাড়ী পরিবারের ভূমি জবর দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণ করছে। এর প্রতিবাদ করতে গেলে প্রাণনাশের হুমকি দেয়া হয়। সংবাদ সম্মেলন থেকে, বিতর্কিত ভূমির উপর প্রকল্প বাতিল ও প্রকাশ্যে প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও এবং নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবী করেন।
×