ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রায়পুরে আন্তঃ স্কুল মাদ্রাসা বিতর্ক প্রতিযোগীতা

প্রকাশিত: ০০:২০, ২ এপ্রিল ২০১৬

রায়পুরে আন্তঃ স্কুল মাদ্রাসা বিতর্ক প্রতিযোগীতা

সংবাদদদাতা, রায়পুর, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরের রায়পুরে শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর জেলা পরিষদ মিলনায়তনে রায়পুর ক্লাবের উদ্যোগে “দারিদ্রই উন্নয়নের প্রধান অন্তরায়” শীর্ষক আন্তঃ স্কুল ও মাদ্রাসা বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। এতে রায়পুর ক্লাবের সমন্বয়ক মারুফ বিন জাকারিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক কংকন চাকমা, ইউএনও শারমিন আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, অধ্যক্ষ মামুনুর রশিদ, রফিকুল হায়দার বাবুল পাঠান, গাজী কামাল প্রমুখ। প্রতিযোগীতা শেষে বিপক্ষ দল রায়পুর মাচ্ছেন্টস একাডেমী চ্যাম্পিয়ন ও রানারআপ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিজয়ী বিতার্কিকদের ট্রফি, ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। শ্রেষ্ঠ বিতার্কিকের পুরস্কার জিতে নেন রায়পুর প্রেস ক্লাবের সভাপতি শংকর মজুমদারের মেয়ে ও মার্”েচন্টস একাডেমীর দশম শ্রেণির ছাত্রী অপর্ণা মজুমদার তনু।
×