ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি কার্যালয়ে তনুর মা-বাবা

প্রকাশিত: ০০:৪১, ২ এপ্রিল ২০১৬

জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি কার্যালয়ে তনুর মা-বাবা

অনলাইন ডেস্ক ॥ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও থিয়েটারকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার বাবা-মাসহ পরিবারের সদস্যদের পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ে নেওয়া হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে তাদের সিআইডি কার্যালয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. মোঃ নাজমুল করিম খান। তিনি বলেন, ‘আসামিদের শনাক্ত করতে তনুর বাবা-মার সঙ্গে কথা বলা জরুরি ছিল। এই প্রথম তাদের সেনানিবাসের বাইরে এনে স্বাধীন এবং মুক্তভাবে জিজ্ঞাসাবাদ করছি।’ তবে মামলার অগ্রগতি বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। গত ২০ মার্চ খুন হন ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও থিয়েটারকর্মী সোহাগী জাহান তনু। পরদিন সকালে কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি কালভার্টের পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার বাবা ইয়ার হোসেন ময়নামতি ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী। তনুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদমুখর হয়ে উঠেছে পুরো দেশ। পুলিশ ও ডিবির পর বর্তমানে সিআইডি মামলাটি তদন্ত করছে।
×