ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাটোরের সিংড়ায় ৩’শ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশিত: ০১:৫৯, ২ এপ্রিল ২০১৬

নাটোরের সিংড়ায় ৩’শ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ বিলাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই প্রথম নাটোরের সিংড়ার চলনবিলে মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কবিরগঞ্জ এলাকায় ইকবাল-আজাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। পরে ইকবাল-আজাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোক্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কানাডার ব্রিটিশ ইনভেস্টমেন্ট গ্র“পের সি ই ও মাইকেল ব্যারি, ডঃ এম এন ইসলাম ,আবুল কালাম আজাদ সহ অন্যন্যরা। এসময় বক্তারা বলেন, কানাডা উন্নয়ন সংস্থার অর্থায়নে ৩’শ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি চলনবিল অঞ্চলের মানুষের চিকিৎসা সেবার জন্য অগ্রনী ভূমিকা পালন করবে। হাসপাতালটি স্থাপিত হলে বিনামূল্যে বিলাঞ্চলে মানুষের স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। তাছাড়া শিক্ষা প্রসারে মেডিকেল কলেজ ও হাসপাতালটি ভূমিকা পালন করবে।
×