ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চরফ্যাশনে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা ॥ প্রহরী আহত

প্রকাশিত: ০৪:১৭, ৩ এপ্রিল ২০১৬

চরফ্যাশনে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা ॥ প্রহরী আহত

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ২ এপ্রিল ॥ ভোলার চরফ্যাশনের শশীভূষণ বাজারে শুক্রবার রাত সাড়ে ৩টায় বাংলাদেশ কৃষি ব্যাংক লেতরা শাখায় ডাকাতির চেষ্টা হয়েছে। এ সময় ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে ব্যাংকের প্রহরী ঝান্টু (৩৮) গুরুতর আহত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপক আমির হোসেন জানান, ডাকাতরা পেছনের জানালা ভেঙ্গে ব্যাংকের ভেতরে প্রবেশ করে ভল্টের দরজা দেশীয় অস্ত্র দিয়ে ভাঙ্গার চেষ্টাকালে ব্যাংকের প্রহরী ঝান্টু প্রতিরোধের চেষ্টা করলে ডাকাত দল তাকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় প্রহরী ঝান্টুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঝান্টুকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ঝান্টুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে ডাকাতরা কিছু কাগজপত্র তসরুপ করলেও কোন টাকা নিতে পারেনি। খাগড়াছড়ি পৌর মেয়রের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ ভূমি জবরদখল, প্রকাশ্যে প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও বিতর্কিত ভূমির ওপর প্রকল্প বাতিল এবং নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। শনিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলনে ভূমির মালিক গোলাপ ফুল, পুত্রবধূ সাগরিকা ত্রিপুরাসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রাপ্রুচাই চৌধুরী। এতে বলা হয়, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম জোরপূর্বক পাহাড়ী পরিবারের ভূমি জবরদখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণ করছে। এর প্রতিবাদ করতে গেলে প্রাণনাশের হুমকি দেয়া হয়। প্রেমিকার বিয়ে হওয়ায় রামেক শিক্ষার্থীর আত্মহত্যা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় অভিমানে রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) এক শিক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে সে কলেজের পিংকু হোস্টেলের নিজ ১২২ নম্বর কক্ষে ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। ওই শিক্ষার্থীর নাম আহসান হাবিব মিল্টন। সে রামেকের ২৭তম বিডিএস ব্যাচের শিক্ষার্থী। সে কুড়িগ্রাম জেলার চিলমারি থানার সবুজ নাওয়াপাড়া গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। সহপাঠীরা জানান, মিল্টনের প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় সে আত্মহত্যা করেছে। মুন্সীগঞ্জে ইয়াবা বিক্রিতে বাধা দেয়ায় হামলা ॥ আহত ৪ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়ায় ইয়াবা বিক্রিতে বাধা দেয়ায় দেশী অস্ত্রশস্ত্র নিয়ে এলাকাবাসীর উপর হামলা হয়েছে। এতে ৪ ব্যক্তি গুরুতর আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরাচক বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামের চিহ্নিত মাদক সম্রাট দুলাল মিয়াকে (৩২) ইয়াবা বিক্রির সময় এলাকাবাসী বাধা দিলে হামলার এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার রনি জানায়, দুলাল মিয়া এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে তার লোকজন দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি চালিয়ে যাচ্ছে।
×