ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তনু হত্যা

আজও কেউ গ্রেফতার হয়নি ॥ বিক্ষোভ অব্যাহত

প্রকাশিত: ০৪:১৯, ৩ এপ্রিল ২০১৬

আজও কেউ গ্রেফতার হয়নি ॥ বিক্ষোভ অব্যাহত

জনকণ্ঠ ডেস্ক ॥ সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের পর ১৩ দিন পেরিয়ে গেছে। আজও পর্যন্ত পুলিশ আসামিদের গ্রেফতার করতে পারেনি। এতে দেশব্যাপী সাধারণ নারী-পুরুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। শনিবারও সারাদেশে বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন অব্যাহত ছিল। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। খুলনা ॥ শনিবার সকালে মহানগরীর পিক্সচার প্যালেস মোড়ে সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে গণস্বাক্ষর গ্রহণ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন নাগরিক নেতা কুদরত-ই-খুদা। বক্তব্য রাখেন ভাষাসৈনিক বেগম মাজেদা আলী, অধ্যাপিকা মমতাজ বেগম, অধ্যক্ষ রোজী রহমান, শামীমা সুলতানা শীলু, মহেন্দ্র নাথ সেন, মোর্শেদা আক্তার রনী, এ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দা, এ্যাডভোকেট অলোকানন্দা দাস, নারী নেত্রী সিলভী হারুন, পুতুল হায়দার, রিজীয়া রহমান, পরিবেশকর্মী মাহফুজুর রহমান মুকুল, প্রকৌশলী আজাদুল হক, অশোক সাহা, কৃষকলীগ নেতা শ্যামল সিংহ রায় প্রমুখ। সিলেট ॥ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন জেলা ও মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। শনিবার নগরীর কোর্ট পয়েন্টে এই মানববন্ধনে ফাউন্ডেশন মহানগর শাখার সভাপতি রেহানা ফারুক শিরিনের সভাপতিত্বে ও জেলা সভাপতি শামীমা স্বাধীনের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মি, সাবেক কাউন্সিলর জেবুন্নাহার শিরিন, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায় প্রমুখ। বরিশাল ॥ শুক্রবার রাতে প্রদীপ জ্বালিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচীতে সভাপতিত্ব করেন ম্যানেজমেন্ট বিভাগের শেষবর্ষের ছাত্রী তন্নি দেবনাথ। সমাবেশে বক্তব্য রাখেন শামিম সোহাগ, সাহেদুজ্জামান সবুজ, সাইফ মাহমুদ প্রমুখ। ফরিদপুর ॥ শনিবার বেলা দশটা থেকে ১১টা পর্যন্ত ফরিদপুরের মধুখালীর রেলগেট এলাকায় বিভিন্ন সংগঠন ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ করে। মহিলা পরিষদ, উদীচী, গণজাগরণ মঞ্চ, মানবাধিকার কমিশন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী আয়োজিত মানববন্ধন কর্মসূচি চলাকালে মহিলা পরিষদেও কেন্দ্রীয় সদস্য সুরাইয়া সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা পরিষদের উপদেষ্টা মানিক মজুমদার, ওয়ার্কার্স পার্টিও কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য মনোজ কুমার সাহা, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক আব্দুল মালেক শিকদার প্রমুখ। ঈশ^রদী ॥ শনিবার সকালে জিরো পয়েন্ট রেলগেট থেকে পাবনা রোডে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আয়োজিত কর্মসূচীতে বক্তব্য দেন মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, মুক্তি যোদ্ধা গোলাম মোস্তফা চান্না,সেলিম মালিথা,আব্দুর রাজ্জাক ও জুবায়ের বিশ^াসসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ । সাভার ॥ শনিবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডের সিটি সেন্টারের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ মহিলা পরিষদ সাভার শাখাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মানববন্ধন পালন করে। এ সময় বাংলাদেশ মহিলা পরিষদ সাভার জেলা শাখার সভানেত্রী পারভীন ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সাভার শাখার আহ্বায়ক আজমল আমিন, সদস্য সচিব ¯œরণ সাহা, উদীচী শিল্পী গোষ্ঠীর সাভার শাখার সাধারণ সম্পাদক সাজেদা বেগম সাজু প্রমূখ। মির্জাপুর ॥ গ্রেফতার ও শাস্তির দাবিতে শনিবার বেলা ১১টায় মির্জাপুর প্রেসক্লাবের সামনে ফেসবুক সংগঠন ‘আমরা মির্জাপুরবাসী’-এ মানববন্ধনের আয়োজন করে। এতে সংগঠনটির সভাপতি আরাফাত ইসলাম, সাধারণ সম্পাদক রাসকিন দেওয়ান, যুগ্ম সম্পাদক রাফসান আহমেদ শোভন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম হাবিব ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফরহাদ হোসেন ফটিক বক্তৃতা করেন।
×