ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্রামের নাম পরির্তন করার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন

প্রকাশিত: ১৯:০৯, ৩ এপ্রিল ২০১৬

গ্রামের নাম পরির্তন করার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ লতাচাপলী ইউনিয়নের মৎস্য বন্দর আলীপুর গ্রামের নাম বাদ দিয়ে খানাবাদ গ্রাম নামকরণের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছেন। আজ রবিবার সকাল ৮টায় কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এলাকাবাসী জানান, প্রায় তিন যুগ আগে এ গ্রামটিকে স্থানীয় আলী চৌকিদারের নামে আলীপুর নামকরণ করা হয়। কিন্তু একটি মহল গ্রামটির আংশিক কর্তন করে খানাবাদ গ্রাম নামকরণের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এর প্রতিবাদে মানববন্ধন করা হয়। গ্রামের বাসীন্দারা জানান, স্বাধীনতার পর থেকে আমরা আলীপুর গ্রামে বসবাস করে আসছি। এখন হঠাৎ করে আমরা খানাবাদ গ্রামের বাসিন্দা হতে চাই না। তার মতো ৮৫ বছর বৃদ্ধ নুর ফরাজী একই কথা বললেন।
×