ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রিজার্ভ লুট: উদ্ধার হওয়া অর্থ ফেরত প্রক্রিয়া শুরু

প্রকাশিত: ০০:১৭, ২১ এপ্রিল ২০১৬

রিজার্ভ লুট: উদ্ধার হওয়া অর্থ ফেরত প্রক্রিয়া শুরু

অনলাইন ডেস্ক॥ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া টাকার যে অংশ ফিলিপাইনে উদ্ধার করা হয়েছে তা বাংলাদেশকে ফেরতে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির সিনেটের প্রেসিডেন্ট র‍্যালফ জি রেকটো বলেছেন ৩০শে জুনের আগেই এ অর্থ বাংলাদেশকে ফেরত দেয়া উচিত। ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) জন গোমেজ বিবিসিকে জানিয়েছেন ইতোমধ্যে উদ্ধার হওয়া অর্থ বাংলাদেশকে ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু করেছে ফিলিপাইন। তিনি বলেন আদালতের মাধ্যমে একটি প্রক্রিয়া অনুসরণ করে অর্থ ফেরত দেয়া হবে এবং এর অংশ হিসেবে ২রা মে শুনানি হবে। আর এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে আইনি সহায়তা দিচ্ছে ফিলিপাইন সরকারের ডিপার্টমেন্ট অব জাস্টিস। সিনেটের প্রেসিডেন্ট র‍্যালফ জি রেকটো এক বিবৃতিতে বলেছেন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে লুট হওয়ার অর্থের মধ্যে যেটুকু উদ্ধার করা হয়েছে সেগুলো ৩০শে জুন ফিলিপাইনের প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশকে ফেরত দেয়া উচিত। তিনি বলেন, “এটাই হওয়া উচিত আমাদের জাতীয় সময়সীমা। আমরা দেখতে চাই প্রেসিডেন্ট অ্যাকুইনো ব্যক্তিগত জীবনে ফেরার আগেই উদ্ধার হওয়া অর্থ আইনসম্মত মালিককে ফেরত দেয়া হয়েছে”। সূত্র : বিবিসি বাংলা
×