ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

থ্যালাসেমিয়া দিবস পালন নিরাপদ ও কার্যকর ওষুধ নিশ্চিত করার দাবি

প্রকাশিত: ০৬:১৫, ৯ মে ২০১৬

থ্যালাসেমিয়া দিবস পালন নিরাপদ ও কার্যকর ওষুধ নিশ্চিত করার দাবি

স্টাফ রিপোর্টার ॥ নিরাপদ ও কার্যকর ওষুধ নিশ্চিত করার দাবি জানানোর মধ্য দিয়ে রবিবার পালিত হয়েছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। দিবসটি উপলক্ষে সরকারী ও বেসরকারী উদ্যোগে নানা কর্মসূচী পালিত হয়। কর্মসূচী পালনকালে বক্তারা বলেছেন, জনসংখ্যা বৃদ্ধি, সচেতনতার অভাব, অপ্রতুল চিকিৎসাব্যবস্থা এবং বাস্তবমুখী কার্যক্রমের অভাবে থ্যালাসেমিয়া দেশের স্বাস্থ্যসেবার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এ রোগের চিকিৎসা খুবই ব্যয়বহুল। এতে আক্রান্তদের অধিকাংশই চিকিৎসা ও চিকিৎসা খরচ মেটাতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে রবিবার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বহির্বিভাগ ১নং ভবনের ৪০৩ ও ৪০৪নং কক্ষে সমন্বিত সেবাসংবলিত একটি পূর্ণাঙ্গ থ্যালাসেমিয়া সেন্টার উদ্বোধন করেন। এর আগে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের এ ও বি ব্লকের মধ্যবর্তী স্থান ‘বটতলা চত্বর’ থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বহির্বিভাগ ভবন-১-এর সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ এএসএম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আলী আসগর মোড়ল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব) মোঃ আব্দুল মজিদ ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মাসুদা বেগম, অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ মোঃ আসাদুল ইসলাম, হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ জলিলুর রহমান, অধ্যাপক ডাঃ এবিএম ইউনুস প্রমুখ। দিবসটি উপলক্ষে থ্যালাসেমিয়া সেন্টারে দিনব্যাপী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করেন হেমাটোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।
×