ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রেজিস্ট্রেশন দাবিতে স্মারকলিপি

প্রকাশিত: ০৬:২৭, ৯ মে ২০১৬

রেজিস্ট্রেশন দাবিতে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আদালতের রায়ে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অবিলম্বে রেজিস্ট্রেশন প্রদানের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে চট্টগ্রাম বন্দর বার্থ টার্মিনাল ও শীপ হ্যান্ডলিং অপারেটর শ্রমিক কর্মচারী ইউনিয়ন। চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের মাধ্যমে রবিবার এ স্মারকলিপি পেশ করা হয়। এতে শ্রমিক কর্মচারীদের দৈনিক মজুরি ৩শ’ টাকা থেকে দিগুণ করাসহ ৮ দফা দাবি উত্থাপন করা হয়। স্মারকলিপি হস্তান্তরের সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মীর নওশাদ, সহসভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ হাসান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জানে আলম, বন্দর বিষয়ক মোহাম্মদ জাহেদ, শ্রমিক নেতা মোঃ হারুন, নুরুল আবছার, মোঃ মিজান, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। এছাড়া আজ সোমবার চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে অবস্থিত যুগ্ম শ্রম আদালত দফতরে কোর্টের রায় অনুযায়ী চট্টগ্রাম বন্দর বার্থ টার্মিনাল ও শীপ হ্যান্ডলিং অপারেটর শ্রমিক-কর্মচারী ইউনিয়নকে রেজিস্ট্রেশন না দেয়ার কারণ জানতে অফিস চলাকালীন সময়ে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হবে বলে সংগঠন সূত্রে জানানো হয়।
×