ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এলএমএস ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলাদেশ ইউনিভার্সিটি

প্রকাশিত: ০৬:৩৭, ৯ মে ২০১৬

এলএমএস ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলাদেশ ইউনিভার্সিটি

স্পোর্টস রিপোর্টার ॥ লাস্ট ম্যান স্ট্যান্ডস (এলএমএস) আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি। টুর্নামেন্টের ফাইনালে তারা ১৩ রানে হারিয়ে দেয় নর্থসাউথ ইউনিভার্সিটিকে। ক্রিকেট আসরে বাংলাদেশ ইউনিভার্সিটির হ্যাটট্রিক শিরোপা এটি। গত বছর ডিসেম্বরে ভারতের পশ্চিমবঙ্গে বিবেক কাপ ও সেজান ইউনি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় তারা। আর গত বছর ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটেও রানার্সআপ হয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়। বনানী ওয়াপদা মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ইউনিভার্সিটি নির্ধারিত ২০ ওভারে ১৮০ রান তুলে গুটিয়ে যায়। অধিনায়ক সায়মন ৫১ বলে ৯৭ রান করেন। জবাবে ১৬৭ রানেই থেমে যায় নর্থসাউথ। অধিনায়ক ফায়াজ ৩৫ বলে হার না মানা ৫০ রান করেন। বিজয়ী দলের সায়মন ম্যাচসেরা হন। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হন চ্যাম্পিয়ন দলের সামিউল ইসলাম (১৫০ রান ও ১২ উইকেট) এবং বোলার অব দ্য টুর্নামেন্ট হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের নাভেদ। চ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি ৭০ হাজার টাকার প্রাইজমানি লাভ করে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এলএমএস ঢাকার ম্যানেজিং ডিরেক্টর রিফাত ইসলাম। ম্যাচের আগে খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করেন টাইটেল স্পন্সর প্রতিষ্ঠান আজকের ডিল ডট কমের সিইও ফাহিম মাশরুর। উল্লেখ্য, লাস্ট ম্যান স্ট্যান্ডস (এলএমএস) আন্তর্জাতিক এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্ট হিসেবে যাত্রা শুরু করে ২০০৫ সালে লন্ডনে।
×