ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিএসইতে ঘন্টায় ১৬০ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ২৩:৫২, ৯ মে ২০১৬

ডিএসইতে ঘন্টায় ১৬০ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রথম ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৬০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে প্র্রায় সাড়ে ৮ কোটি টাকা। এদিন ডিএসইতে মূল্য সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়ে প্রথম মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে যায়। এর পরেই নিম্নমুখী হতে থাকে সূচক। সূচকের টানা নিম্নমুখীতায় বেলা ১১ টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ২০ পয়েন্ট কমে যায়। সূচকের এ ঋণাত্মক অবস্থা বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত অব্যহত আছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৩২৯ পয়েন্টে অবস্থান করছে। অপর দু’টি সূচকের মধ্যে ডিএসই ৩০ মূল্য সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৬৭৭ পয়েন্টে এবং ডিএসই শরীয়াহ্ সূচক ৪২ পয়েন্ট কমে ১ হাজার ৬৫ পয়েন্টে অবস্থান করছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৬টির। কমেছে ১৩৫টির এবং অপরিবর্তীত আছে ৪৪টির দাম। মোট লেনদেন হয়েছে ১৮৩ কোটি ১৮ লাখ টাকা। লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- বিএসআরএম স্টিল, বিএসআরএম, এমজেএল, ইউনাইটেড পাওয়ার গ্রীড, বিএসসি, এসপিসিএল, স্কয়ার ফার্মা, ইউনিক হোটেল, বেক্সিমকো ফার্মা ও প্রিমিয়ার সিমেন্ট। অপর শেয়ারবাজার সিএসইতে সিএসসিএক্স মূল্য সূচক ১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১১৪ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। লেনদেন হওয়া ১৭১টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ৮৬টির ও অপরিবর্তিত রয়েছে ২৯টির।
×