ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিশুর আঙুল ৩১!

প্রকাশিত: ০৬:০৪, ১০ মে ২০১৬

শিশুর আঙুল ৩১!

স্বাভাবিকভাবে একজন মানুষের হাত ও পা মিলিয়ে মোট ২০টি আঙুল থাকে। কোন ক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখা যায়। যেমন চীনের এক মা, যার হাতে-পায়ে ছয়টি করে আঙুল রয়েছে। পলিডেকটিলাইজম নামে জিনগত এক রোগের কারণে এমনটা হয়ে থাকে। মায়ের থেকে এই রোগ শিশুর মধ্যে আসতে পারে, তা জানতেন না তিনি। গত জানুয়ারিতে সন্তানের জন্ম দিয়ে চমকে ওঠেন। শিশুর হাত-পায়ে আঙুলের সংখ্যা ৩১! অবিশ্বাস্য হলেও সত্যি। ৩১ আঙুলের অধিকারী হংহংয়ের বয়স এখন চার মাস। তার হাতে ১৫টি আঙুল ও পায়ে ১৬টি আঙুল রয়েছে। তবে এই বাড়তি আঙুল সরিয়ে ফেলা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার জন্য চাই ৩০ হাজার মার্কিন ডলার। অনলাইন তহবিলের মাধ্যমে ইতোমধ্যে হংহংয়ের মা-বাবা ৬ হাজার মার্কিন ডলার সাহায্য পেয়েছেন। কিন্তু ইন্টারনেটে সমালোচনার মুখে পড়ে তারা তহবিলটি বন্ধ করে দিয়েছেন। এখন পিনজিয়াংয়ে তাদের বাড়িটি বিক্রি করে শেনজেনে পরিবারের কাছে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। হংহংয়ের ঘটনা বিরল হলেও একেবারে প্রথম নয়। এর আগে ২০১৪ সালে গুজরাটে এক ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছিল, যার মোট ২৮টি আঙুল ছিল। দেবেন্দ্র সুথর নামে ওই ব্যক্তি পেশায় কাঠমিস্ত্রি। তিনি জানান, অতিরিক্ত আঙুলে তার কোন অসুবিধাই হয় না। শুধু কাঠ কাটাকুটির সময় একটু সাবধান থাকতে হয়। -এনডিটিভি অবলম্বনে।
×