ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৌদিতে নির্যাতনে ভারতীয় গৃহ পরিচারিকার মৃত্যু

প্রকাশিত: ০৮:৫৩, ১০ মে ২০১৬

সৌদিতে নির্যাতনে ভারতীয় গৃহ পরিচারিকার মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ সৌদি আরবে কর্মরত এক ভারতীয় গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে। ২৫ বছর বয়সী নিহত আছিমা খাতুনের বাড়ি ভারতের হায়দরাবাদে। দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের ফলে তার মৃত্যু হয়েছে বলে আছিমার পরিবার দাবি করেছে। খবর ইন্ডিয়া টুডে অনলাইনের। নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে তাকে রিয়াদের কিং সৌদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন আছিমার মৃত্যু হয়। পরে রিয়াদ থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তি এই মৃত্যুর খবর আছিমার পরিবারকে জানায়। মেয়েটির মা গণমাধ্যমকে জানান, আছিমা প্রায়ই বাড়িতে ফোন করে তার ওপর চলা নির্যাতনের কথা বলত। তাকে একটি ঘরে আটকে রেখে নির্যাতন করা হতো। দীর্ঘদিন তাকে খাবার দেয়া হয়নি। এই ঘটনা তদন্তে সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে ভারত।
×