ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাঘাটায় দলীয় প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন যারা

প্রকাশিত: ১৯:৩৯, ১০ মে ২০১৬

সাঘাটায় দলীয় প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন যারা

নিজস্ব সংবাদদতা, গাইবান্ধা ॥ সাঘাটা উপজেলায় ১০ ইউনিয়নের মধ্যে ৯টিতে ষষ্ঠ দফা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ঠা জুন। উক্ত নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে যারা যারা নির্বাচন করছেন তারা হলেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রাপ্ত প্রার্থী পদুমশহর ইউনিয়নে মফিজুল হক, ভরতখালী ইউনিয়নে ছামসুল আজাদ শীতল, সাঘাটা ইউনিয়নে ফরহাদ, মুক্তিনগর ইউনিয়নে রোকন, জুমারবাড়ী ইউনিয়নে মাহফুজার রহমান মাফু, কামালেরপাড়া ইউনিয়নের আব্দুল ওয়াদুদ, হলদিয়া ইউনিয়নে রফিকুল ইসলাম, কচুয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল, বোনারপাড়া ইউনিয়নে আব্দুল ওয়ারেছ প্রধান। জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রাপ্ত প্রার্থী সাঘাটা ইউনিয়নে মোশারফ হোসেন সুইট, ভরতখালী ইউনিয়নে ওয়ালিউর রহমান ওয়ালিদ, কামালেরপাড়া ইউনিয়নে মজিবর রহমান দুলু, জুমারবাড়ী ইউনিয়নে আমিনুল ইসলাম, মুক্তিনগর ইউনিয়নে আহসান হাবীব লায়ন, কচুয়া ইউনিয়নে আবু তাহের, পদুমশহর ইউনিয়নে আব্দুল কুদ্দুস, হলদিয়া ইউনিয়নে ওমর হোসেন। বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত প্রার্থী পদুমশহর ইউনিয়নে তৌহিদুজ্জামান স্বপন, ভরতখালী ইউনিয়নে মঞ্জুরুল আলম, সাঘাটা ইউনিয়নে ডাঃ আব্দুর রউফ, মুক্তিনগর ইউনিয়নে মইন প্রধান লাবু, কচুয়া ইউনিয়নে ডাঃ লিয়াকত আলী খন্দকার, হলদিয়া ইউনিয়নে ওমর আলী, জুমারবাড়ী ইউনিয়নে শাহাদতুজ্জামান ইমন, কামালেরপাড়া ইউনিয়নে মতলুবর রহমান রেজা, বোনারপাড়া ইউনিয়নে এ.কে.এম জসিউল করিম পলাশ। জাসদ (ইনু) থেকে মনোনয়ন প্রাপ্ত প্রার্থী জুমারবাড়ী ইউনিয়নে রোস্তম আলী আকন্দ, বোনারপাড়া ইউনিয়নে মোজাম্মেল হক। মামলা সংক্রান্ত জটিলতায় ঘুড়িদহ ইউনিয়নে নির্বাচন স্থগিত রাখা হয়েছে।
×