ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারীর সাংসদ শওকতসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ১৯:৫৭, ১০ মে ২০১৬

নীলফামারীর সাংসদ শওকতসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ বাংলাদেশ কমার্স ব্যাংকে এলসি খুলে প্রায় সোয়া ১ কোটি টাকা আতœসাতের অভিযোগে বিরোধী দলীয় হুইপ নীলফামারী-৪ (সৈয়দপুর আংশিক কিশোরীগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. শওকত চৌধুরী সহ ওই ব্যাংকের আট কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দূনীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে ঢাকার বংশাল থানায় মামলাটি (মামলা নং-৫) দায়ের করেন। মামলার এই খবর শওকত চৌধুরীর নির্বাচনী এলাকা সহ জেলা জুড়ে ছড়িয়ে পড়ায় আজ মঙ্গলবার তোলপাড় শুরু হয়। বিশেষ করে কিশোরীগঞ্জ উপজেলাবাসী ক্ষিপ্ত তাদের সংসদ সদস্যের উপর। এলাকাবাসীর অভিযোগ সংসদ সদস্য শওকত তার নামের সরকারী বরাদ্দের হাজার হাজার মেট্রিক টন চাল ও কাবিটার অর্থ সব আতœসাৎ করেছে। এলাকায় স্থাপন হয়নি কোন সোলার প্যানেল। এ বিষয় গুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে শওকত চৌধুরীর বিরুদ্ধে মামলা দাবি করে এলাকাবাসী।
×