ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে সেনা সদস্যকে পিটানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

প্রকাশিত: ২২:৩৬, ১০ মে ২০১৬

নীলফামারীতে সেনা সদস্যকে পিটানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ এক সেনা সদস্যকে পিটানো ও চাঁদাবাজী মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর আদালতে হাজির হয়ে জামিন চাইতে গিয়ে আটক হয়েছে ইউপি চেয়ারম্যান জিকো আহমেদ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে আদালতের বিচারক জামিন মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেফতারকৃত জিকো আহমেদ সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ষষ্ঠ দফায় ইউপি নির্বচনের ওই ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী। সুত্র মতে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ মঙ্গলবার সকাল ১০টায় তিনি সৈয়দপুর উপজেলা পরিষদে রির্টানীং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়ে নীলফামারীর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিচারক আকরাম হোসেন তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দপুর থানার ওসি (তদন্ত) আব্দুল আউয়াল ২০১৪ সালের ৩ ডিসেম্বর আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
×