ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনলাইনে সরকারী কর্মচারীদের বেতন ও পেনশন নির্ধারণে পরিপত্র জারি

প্রকাশিত: ০৫:০৭, ১১ মে ২০১৬

অনলাইনে সরকারী কর্মচারীদের বেতন ও পেনশন নির্ধারণে পরিপত্র জারি

অর্থনৈতিক রিপোর্টার ॥ অনলাইনের মাধ্যমে সরকারী চাকরিজীবীদের নতুন কাঠামোতে বেতন (পে ফিক্সেশন) ও পেনশন নির্ধারণ বাধ্যতামূলক করতে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়েছে, আগামী ২০ জুলাইয়ের মধ্যে সব সরকারী কর্মকর্তা-কর্মচারীর অনলাইনে বেতন নির্ধারণ সম্পন্ন করতে হবে। তা না হলে আগামী জুলাই মাসের বেতন তাদের স্থগিত হয়ে যাবে। যা আগস্টে প্রদেয় হতে সাময়িক স্থগিত করা হবে। এছাড়া যে সকল কর্মচারীর জাতীয় পরিপত্র নেই এবং বর্তমান কর্মস্থল হতে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার সুযোগ নেই তারা কর্মস্থল হতে ছুটি নিয়ে আবেদন করতে পারবেন। এছাড়া যাদের বেতন পরিশোধ স্থগিত হয়ে যাবে তারা পরবর্তীতে সফলভাবে অনলাইনে বেতন নির্ধারণ সম্পন্ন করলে যথানিয়মে বকেয়া বেতন পেয়ে যাবেন।
×