ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শুভ-বিজয়ের ব্যাটিংয়ে গাজী গ্রুপের জয়

প্রকাশিত: ০৫:১০, ১১ মে ২০১৬

শুভ-বিজয়ের ব্যাটিংয়ে গাজী গ্রুপের জয়

দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন এনামুল হক বিজয়। লীগে নিজের তৃতীয় ম্যাচেই শতক পেয়েছেন। মঙ্গলবারও কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ম্যাচে ৭০ রান করে ফেলেন। শতকের আশা যখন জাগে, এমন সময়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় বিজয়কে। আগেই ইনজুরিতে পড়েন। ব্যথা পান। কিন্তু পরে আর কুলিয়ে উঠতে না পেরে মাঠ ছাড়তে বাধ্য হন। রিটায়ার্ড হার্ট হন। বিজয় মাঠ ছাড়লেও আরেক ব্যাটসম্যান শামসুর রহমান শুভ’ও ব্যাটিং নৈপুণ্যের ধারাবাহিকতা বজায় রাখেন। ৭৫ রান করেন। পাঁচ ম্যাচে তিনটিতেই অর্ধশতক করেন। শুভ ও বিজয়ের দুই অর্ধশতকেই মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্রকে হারায় গাজী গ্রুপ। আগে ব্যাট করে কলাবাগান ক্রীড়া চক্র ৪৮.৪ ওভারে ২২৩ রান করতেই অলআউট হয়। অলক কাপালী নেন ৩ উইকেট। জবাবে ৪৫.৩ ওভারে শুভ ও বিজয়ের জোড়া অর্ধশতকে ৪ উইকেট হারিয়ে ২২৫ রান করে গাজী গ্রুপ। মাশরাফি নেন ২ উইকেট। কলাবাগান ক্রীড়া চক্র যেখানে পাঁচ ম্যাচে মাত্র ১ জয় পায়, সেখানে পাঁচ ম্যাচে ৩ জয় তুলে নেয় গাজী গ্রুপ। স্কোর ॥ মোহামেডান-কলাবাগান সিএ ম্যাচ-ফতুল্লা কলাবাগান সিএ ইনিংস ২৩১/১০; ৪৯.২ ওভার (সাকসেনা ৯৬, মিরাজ ৫০; এনামুল জুনিয়র ৩/৪৬)। মোহামেডান ইনিংস টার্গেট (৪৩ ওভারে ২০৭ রান); ২১০/৬; ৪২.৩ ওভার (থারাঙ্গা ৯০*, এজাজ ৬০)। ফল ॥ মোহামেডান বৃষ্টি আইনে ৪ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ উপুল থারাঙ্গা (মোহামেডান)। শেখ জামাল-সিসিএস ম্যাচ-বিকেএসপি শেখ জামাল ইনিংস ২৯০/৫; ৫০ ওভার (মাহমুদুল্লাহ ১৩০, মার্শাল ১০৩; মেহরাব ৩/৪৫, শাওন ২/৩৮)। সিসিএস ইনিংস ২০০/১০; ৪৮.৩ ওভার (রাজিন ৫১, সাইফ ৪৭; মেন্ডিস ২/১৫)। ফল ॥ শেখ জামাল ৯০ রানে জয়ী। ম্যাচসেরা ॥ মাহমুদুল্লাহ রিয়াদ (শেখ জামাল)। গাজী গ্রুপ-কলাবাগান কেসি ম্যাচ-মিরপুর কলাবাগান কেসি ইনিংস ২২৩/১০; ৪৮.৪ ওভার (তাসামুল ৪৭, মাসাকাদজা ৪০, রাজ্জাক ৩০; কাপালী ৩/৩৬)। গাজী গ্রুপ ইনিংস ২২৫/৪; ৪৫.৩ ওভার (শামসুর ৭৫, বিজয় ৭০, কাপালী ২৩*; মাশরাফি ২/৪৩)। ফল ॥ গাজী গ্রুপ ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ শামসুর রহমান শুভ (গাজী গ্রুপ)।
×