ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রকাশিত: ০৭:৫৯, ১১ মে ২০১৬

ইসলাম ও নৈতিক শিক্ষা

১. মাক্কি সূরার বিষয়বস্তু হলো- র. তাওহিদ রর. রিসালাত ররর. হালাল-হারাম নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ২. ‘আল-নূর’ শব্দের অর্থ কী? ক) জ্যোতি খ) দয়া গ) করুণা ঘ) রহমত ৩. মেয়েদের পক্ষে আকিকার জন্য কয়টি পশু জবেহ করতে হয়? ক) এক খ) দুই গ) তিন ঘ) চার ৪. মুসলমানদর ভ্রাতৃবন্ধনের সাথে জড়িত ছিলেনÑ র. আনসারগণ রর. মুহাজিরগণ ররর. মহানবী (সা) নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৫.আমরা চর্চা করবÑ ক) আরবি সাহিত্যের খ) আল্লাহর গুণের গ) সাহাবিদের দক্ষতার ঘ) কঠিন কাজের ৬. কিয়ামতের দিন সূর্য কেমন থাকবে? ক) আলোহীন খ) সহনীয় গ) উত্তপ্ত ঘ) শীতল ৭. কিয়ামত ও দুনিয়ার জীবনের মধ্যবর্তী পর্দাস্বরূপÑ ক) হাশর খ) বারযাখ গ) মিযান ঘ) জান্নাত ৮. নিফাকের ফলে সমাজে সৃষ্টি হয়Ñ র. অশান্তি রর. ঝগড়া ররর. মতৈক্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৯. জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলমানের ওপরÑ ক) সুন্নত খ) ওয়াজিব গ) ফরজ ঘ) মুস্তাহাব ১০. মহিলা হাজীদের জন্য সফরসঙ্গী হতে পারেনÑ ক) দেবর খ) ননদ গ) শাশুড়ি ঘ) স্বামী ১১. ইসলামী শরিয়তের প্রধান উৎস কয়টি? ক) ৪টি খ) ৩টি গ) ২টি ঘ) ৫টি ১২. ‘ইমান’ শব্দের অর্থ কী? ক) সাধনা খ) ভাগ্য গ) বিশ্বাস ঘ) শান্তি ১৩. প্রয়োজনীয় দ্রব্যের অন্তর্ভুক্তÑ র. পোশাক পরিচ্ছদ রর. স্বর্ণালঙ্কার ররর. পেশাজীবীর যন্ত্রপাতি নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ১৪. মাসারিফ অর্থ কী? ক) ব্যয় খ) আয় গ) ব্যয় করার খাত ঘ) আয় করার খাত ১৫.যামিমা শব্দের অর্থ কী? ক) নিন্দনীয় খ) প্রশংসনীয় গ) মন্দ ঘ) ভালো ১৬.আকিকা শব্দের অর্থÑ ক) দান করা খ) ভাঙা গ) আনন্দ করা ঘ) জমা করা ১৭. মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে দেয়Ñ ক) ধৈর্য খ) অধৈর্য গ) উত্তম চরিত্র ঘ) অসদাচরণ ১৮. হযরত দাউদ (আ)-এর নিকট কয়জন নারী একটি শিশুর মাতৃত্ব দাবি করেছিল? ক) একজন খ) দুইজন গ) তিনজন ঘ) চারজন ১৯.কুরবানির সমার্থক শব্দ কী? ক) তাযকিয়া খ) উযহিয়্যাহ গ) তাবেঈন ঘ) উকায ২০.কুরআন নাযিল শুরুর সময় মহানবী (সা)-এর বয়স কত ছিল? ক) ৩০ বছর খ) ৩৫ বছর গ) ৪০ বছর ঘ) ৪৫ বছর ২১.আখলাকে যামিমা অর্থ কী? ক) উন্নত চরিত্র খ) কপট চরিত্র গ) নিন্দনীয় চরিত্র ঘ) উদার চরিত্র ২২. হযরত সুলাইমান (আ)-এর বিশাল সাম্রাজ্যে গোয়েন্দার কাজ করতÑ ক) টিয়া পাখি খ) কবুতর গ) হুদহুদ পাখি ঘ) পায়রা ২৩. কারা হযরত ঈসা (আ)-কে হত্যার ষড়যন্ত্র করেছিল? ক) খ্রীস্টানরা খ) ইহুদীরা গ) মুসলমানরা ঘ) বৌদ্ধরা ২৪. মহানবী (সা) কোথায় বিদায় হজের ভাষণ দেন? ক) মুযদালিফায় খ) মিনায় গ) আরাফায় ঘ) মদিনায় ২৫.সমাজসেবার অন্তর্ভুক্ত হলোÑ র. সামাজিক নিরাপত্তা রক্ষা রর. পরস্পরের দ্বন্দ্ব মেটানো ররর. সন্তানকে শিক্ষাদান নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর ২৬. মাক্কি সূরার সংখ্যা কতটি? ক) ৮৩টি খ) ৮৪টি গ) ৮৫টি ঘ) ৮৬টি ২৭. সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি? ক) আল-কুরআন খ) বাইবেল গ) ইঞ্জিল ঘ) তাওরাত ২৮. পৃথিবীর সকল বস্তু কেন সৃষ্টি করা হয়েছে? ক) মানুষের কল্যাণের জন্য খ) পশুপাখির কল্যাণের জন্য গ) গাছপালা টিকিয়ে রাখার জন্য ঘ) মানুষের অকল্যাণের জন্য ২৯. উন্নত জাতির জীবনীশক্তি কোনটি? ক) ধৈর্য খ) সততা গ) আখলাক ঘ) দেশপ্রেম ৩০. মানবজাতির হেদায়েতের প্রধান উৎস কী? ক) কুরআন খ) সুন্নাহ গ) ইজমা ঘ) কিয়াস ৩১. ফিরআউন ইসরাইল বংশের কাদের হত্যা করেছিল? ক) নারীদের খ) যুবকদের গ) বৃদ্ধদের ঘ) শিশুপুত্রদের ৩২. শরিয়তের বিধান পালনে কী দরকার? ক) অনুশীলন খ) কাজ গ) ধৈর্য ঘ) শিষ্যত্ব ৩৩. হযরত সুলাইমান (আ) কত বছর নবুয়াতি দায়িত্ব পালন করেন? ক) বিশ খ) ত্রিশ গ) চল্লিশ ঘ) পঞ্চাশ ৩৪. নিচের কোনটি মানুষের পাপকে খ-ন করে দেয়? ক) মহানুভবতা খ) দানশীলতা গ) উত্তম চরিত্র ঘ) ক্ষমাশীলতা ৩৫. সবরের বিপরীত বাংলা শব্দ কী? ক) অধৈর্য খ) অশ্লীলতা গ) অবিশ্বাস ঘ) অনাচার ৩৬. পাপ ও অনৈতিক কাজের জন্য ধ্বংস করা হয়েছিলÑ র. আদ জাতিকে রর. ছামুদ জাতিকে ররর. বনি ইসরাইলকে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৩৭.হযরত মুসা (আ) কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? ক) বনি ইসরাঈল খ) ফিরআউন গ) কিবতি ঘ) কুরাইশ ৩৮. রাবেয়া বসরিÑ র. ইরাকে জন্মগ্রহণ করেন রর. প্রথম জীবনে দাসী ছিলেন ররর. সংসারী ও ধার্মিক ছিলেন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৩৯. মহানবী (সা) নবুয়তের কততম বর্ষে হিজরত করেন? ক) ত্রয়োদশ খ) চতুর্দশ গ) পঞ্চদশ ঘ) ষোড়ষ ৪০.সন্ত্রাস শব্দের অর্থ কী? ক) শান্তির পরিবেশ খ) কাজের পরিবেশ গ) ভয়ের পরিবেশ ঘ) সুন্দর পরিবেশ ৪১.ফিরআউনের স্ত্রীর নাম কী? ক) হাজেরা খ) মরিয়ম গ) আসিয়া ঘ) সায়েরা ৪২. উমর ইবনে আব্দুল আযিয রাষ্ট্রীয় কোষাগার থেকে দৈনিক কত দিরহাম ভাতা গ্রহণ করতেন? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ ৪৩. সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম কী? ক) দারুস সালাম খ) জান্নাতুল ফিরদাউস গ) দারুন নাইম ঘ) দারুল মাকাম ৪৪. কে সর্বপ্রথম আমাদের কুরআনের শিক্ষা দেন? ক) দাউদ (আ) খ) সুলাইমান (আ) গ) ইবরাহিম (আ) ঘ) মুহম্মদ (সা) ৪৫.কত হিজরি সনে মুহম্মদ (সা) মক্কা অভিমুখে যাত্রা করেন? ক) ষষ্ঠ খ) সপ্তম গ) অষ্টম ঘ) নবম ৪৬. যাকাতের আভিধানিক অর্থ কী? ক) সাহায্য খ) পবিত্রতা গ) ত্রাণ তৎপরতা ঘ) বিনা সুদে ঋণদান ৪৭. ভ্রাতৃত্বকে কয় ভাগে ভাগ করা যায়? ক) দুই খ) তিন গ) পাঁচ ঘ) সাত ৪৮. কিয়ামত অর্থ কী? ক) বসা খ) দ-ায়মান হওয়া গ) শুরু করা ঘ) শেষ করা উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও : জাহিদ সাহেব ২০১২ সালে হজে গিয়ে আরাফার ময়দানে অবস্থান করা ছাড়াই হজ সমাপ্ত করেন। ৪৯.মাক্কি সুরার বিষয়বস্তু হলোÑ র. তাওহিদ রর. রিসালাত ররর. হালাল-হারাম নিচের কোনটি সঠিক? ক) ফরজ খ) ওয়াজিব গ) সুন্নত ঘ) মুস্তাহাব ৫০. ‘আল-নূর’ শব্দের অর্থ কী? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ১. (ক) ২. (ক) ৩. (ক) ৪. (ঘ) ৫. (খ) ৬. (গ) ৭. (খ) ৮. (ক) ৯. (গ) ১০. (ঘ) ১১. (গ) ১২. (গ) ১৩. (খ) ১৪. (গ) ১৫. (ক) ১৬. (খ) ১৭. (খ) ১৮. (খ) ১৯. (খ) ২০. (গ) ২১. (গ) ২২. (গ) ২৩. (খ) ২৪. (গ) ২৫. (ঘ) ২৬. (ঘ) ২৭. (ক) ২৮. (ক) ২৯. (গ) ৩০. (ক) ৩১. (ঘ) ৩২. (গ) ৩৩. (গ) ৩৪. (গ) ৩৫. (ক) ৩৬. (ক) ৩৭. (ক) ৩৮. (ক) ৩৯. (ক) ৪০. (গ) ৪১. (গ) ৪২. (ক) ৪৩. (খ) ৪৪. (ঘ) ৪৫. (ক) ৪৬. (খ) ৪৭. (খ) ৪৮. (খ) ৪৯. (ক) ৫০. (ক)
×