ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদেশ ভ্রমণে মোদির খরচ এক বছরে ১১৭ কোটি টাকা

প্রকাশিত: ২০:১৬, ১১ মে ২০১৬

বিদেশ ভ্রমণে মোদির খরচ এক বছরে ১১৭ কোটি টাকা

অনলাইন ডেস্ক॥ অনেকে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭ নম্বর রেসকোর্সের বাসিন্দা হওয়ার পর থেকে দেশের থেকে বিদেশেই থেকেছেন বেশি। নিন্দকদের এই কটাক্ষকে অমূলক বলা যাবে না। মোদির বিদেশ-সফর চোখে পড়ারই মতো। প্রতিবেশী সবক’টি দেশের সঙ্গে সঙ্গে রাশিয়া, ফ্রান্স, জার্মানি, কোরিয়া, তুরস্ক সবজায়গাতেই গিয়েছেন তিনি। আর এ বাবদ ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত এয়ার ইন্ডিয়ার খরচ হয়েছে ১১৭ কোটি টাকা। আগের বছরের তুলনায় যা ২৫ শতাংশ বেশি। তথ্য অধিকার আইনে একটি আবেদনের ভিত্তিতে এই হিসাব পেশ করেছে এয়ার ইন্ডিয়া। ২০১৪-১৫ আর্থিক বছরে এই খরচটা ছিল ৯৪ কোটি টাকা। সেই বছরে তিনি মোট ১২টি দেশে সফর করেন। বিমানযাত্রায় সবথেকে বেশি খরচ হয়েছে গত বছরের এপ্রিলে, যখন তিনি ফ্রান্স, কানাডা এবং জার্মানি সফরে যান। এসময় এয়ার ইন্ডিয়ার খরচ হয় ৩১ কোটি টাকা।
×