ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবারও মাইলস্টোন কলেজে শতভাগ পাস

প্রকাশিত: ০৪:২০, ১২ মে ২০১৬

এবারও মাইলস্টোন কলেজে শতভাগ পাস

প্রতি বছরের ন্যায় ২০১৬ সালেও এসএসসি পরীক্ষার ফলে গৌরবময় সাফল্যের ধারা বজায় রেখেছে উত্তরার মাইলস্টোন কলেজ। এ বছর কলেজ থেকে বাংলা ও ইংরেজী মাধ্যমে ১০০৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেয়। পাসের হার ১০০। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬০৩ জন এবং এ গ্রেড অর্জন করে ৪০৬ জন। জিপিএ-৫ প্রাপ্তির হার ৬০%। বিজ্ঞান বিভাগে ৮৪২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৭৯ জন এবং এ গ্রেড পায় ২৬৩ জন। বাণিজ্য বিভাগ থেকে ১৬৭ জন পরীক্ষা দিয়ে ২৪ জন জিপিএ-৫ এবং ১৪৩ জন এ গ্রেড পেয়েছে। ধারাবাহিকতা বজায় রেখে প্রতিটি বোর্ড ও পাবলিক পরীক্ষায় সাফল্য বয়ে আনার কথা বলতে গিয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সহিদুল ইসলাম জানান, আমাদের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকগণ সারাবছর কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে পার করেন। অর্থাৎ সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা পুরো শিক্ষাবর্ষে একসঙ্গে এগিয়ে চলি এবং একটি সেরা ফলাফল অর্জনে সক্ষম হই। -বিজ্ঞপ্তি শাহজালালকে এক হাজার ট্রলি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ব্র্যান্ডেড এক হাজার ট্রলি হস্তান্তর করা হয়েছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বাংলাদেশের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরীর কাছে ট্রলি হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান এমএ সবুর। প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। -বিজ্ঞপ্তি জনগণ মুক্তি চায় মতিঝিল বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। কিন্তু পরিতাপের বিষয় এই এলাকার যত্রতত্র নানা কেবল ঝুলে থাকতে দেখা যায়। এতে মতিঝিল এলাকার যেমন সৌন্দর্যহানি হয়েছে, পাশাপাশি বেড়েছে জীবনের ঝুঁকি। মতিঝিলবাসী এই অবস্থা থেকে মুক্তি চায়। বুধবার ছবি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×