ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৬:১৯, ১২ মে ২০১৬

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ একদিনের সূচকের সামান্য উর্ধগতির পরে বুধবার দেশের উভয় পুঁজিবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। একই সাথে কমেছে লেনদেনের পরিমাণও। গত কয়েকদিন ধরে লেনদেনের আধিপত্যে থাকা কোম্পানিগুলোর দিনটিতে দর কমলেও চাহিদার শীর্ষে ছিল। সার্বিকভাবে গুটিকয়েক কোম্পানিই ঘুরেফিরে লেনদেনের শীর্ষ স্থান দখল করেছে। তবে দিনটিতে দরবৃদ্ধির শীর্ষে চলে এসেছে কিছু জেড ক্যাটাগরির কোম্পানি। কে এ্যান্ড কিউ, ইমাম বাটন, ঝিল বাংলা সুগার এবং এশিয়া ইন্স্যুরেন্স নামের কোম্পানি চারটির দিনটিতে বিক্রেতাশূন্য অবস্থায় লেনদেন হয়েছে। মঙ্গলবারের তুলনায় বুধবার ডিএসই’তে ১০৮ কোটি ৬৮ লাখ টাকা বা ২৫.২৩ শতাংশ লেনদেন কমেছে। আগের দিনের ৪৩০ কোটি ৭০ লাখ টাকা থেকে কমে বুধবার ৩২২ কোটি ২ লাখ টাকা লেনদেন হয়েছে। সকালে সূচকের পতন দিয়ে শুরুর পরে সারাদিন সূচকের ওঠানামা চলতে থাকে। তবে শেষ পর্যন্ত ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১১.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩১৮.৪৫ পয়েন্টে। দিনটিতে লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১২৭টির ও অপরিবর্তিত রয়েছে ৫৬টির দর। ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের শেয়ার। এ কোম্পানির ২৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা বিএসআরএম স্টিলের ১৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বিএসআরএম লিমিটেড। লেনদেনে এরপর রয়েছে বিএটিবিসি, এমজেএলবিডি, ফারইস্ট নিটিং, ডরিন পাওয়ার, লিন্ডে বিডি, শাহজিবাজার পাওয়ার, কেয়া কসমেটিকস। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : তুং হাই নিটিং, পিপলস লিজিং, ডরিন পাওয়ার, ইউনাইটেড ইন্স্যুরেন্স, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, আইসিবি এমপ্লয়ীজ ১ম মিউচ্যুয়াল ফান্ড, এ্যাপেক্স স্পিনিং, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, স্টাইল ক্রাফট ও এ্যাপেক্স ট্যানারি। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : পাইওনিয়ার ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড, এইচআর টেক্সটাইল, পপুলার লাইফ ১ম মিউচ্যুয়াল ফান্ড, কেডিএস এক্সেসরিজ, ডিবিএইচ ১ম মিউচ্যুয়াল ফান্ড, ইউনাইটেড এয়ার, রহিমা ফুড, মডার্ন ডাইং ও একটিভ ফাইন। অপর পুঁজিবাজার সিএসইতে বুধবারের লেনদেনে সিএসসিএক্স মূল্যসূচক ১৭ পয়েন্ট কমে ৮ হাজার ০৭৪.৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সেখানে লেনদেন হয়েছে ১৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। যার পরিমাণ আগের দিন ছিল ১৯ কোটি ৪০ লাখ টাকা। লেনদেন হওয়া ২২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ৯১টির ও অপরিবর্তিত রয়েছে ৩২টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইউনাইটেড পাওয়ার, মবিল যমুনা বিডি, বিএসআরএম লিমিটেড, কেয়া কসমেটিকস, বিএসআরএম স্টিল, নাভানা সিএনজি, ডরিন পাওয়ার, ইউনাইটেড এয়ার, শাহজিবাজার পাওয়ার ও বেক্সিমকো।
×