ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পেরোরার নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশিত: ১৮:৫৭, ১২ মে ২০১৬

পেরোরার নিষেধাজ্ঞা প্রত্যাহার

অনলাইন ডেস্ক॥ ডোপিং টেস্টে পজিটিভ হওয়ার অভিযোগে সাময়িকভাবে নিষিদ্ধ শ্রীলঙ্কার ক্রিকেটার কুশল পেরেরার আন্তর্জাতিক ক্রিকেচে ফিরতে আর কোনো বাধা নেই। বুধবার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। এর আগে, ২০১৫ সালের ডিসেম্বরে ডোপিং টেস্টে পজিটিভ হওয়াতে লঙ্কান উইকেটরক্ষক-ব্যাটসম্যান পেরেরাকে সাময়িক নিষিদ্ধ করা হয়। সে সময় আরব আমিরাতে পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ চলাকালীন তার নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষার ফলাফল ইতিবাচক হলে বোর্ড তাকে দ্রুতই দেশে ফিরে যাবার নির্দেশ দেন। ডিসেম্বর থেকেই তিন ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন। পরে কাতারে অনুমোদিত একটি ল্যাবে নতুন করে পেরেরার ডোপ টেস্ট করা হলে সেখানে ক্ষতিকারক কিছুই পাওয়া যায়নি। এরপর বুধবার আইসিসি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পেরেরার নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার বিষয়টি জানিয়ে দেয়। এ প্রসঙ্গে আইসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসন বলেন, ‘আমরা এটি পরিস্কার করে বলছি যে পেরেরা তার পারফরম্যান্সের সময় কখনোই কোনোরকম শক্তি বৃদ্ধিকারক কিছু ব্যবহার করেননি। আমরা তার ক্রিকেট ভবিষ্যতের শুভকামনা করছি।’
×