ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পানামা পেপার্স

কোন অন্যায়ে জড়িত নই ॥ অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৪:২৭, ১৩ মে ২০১৬

কোন অন্যায়ে জড়িত নই ॥ অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

পানামা পেপার্সে নাম আসার প্রেক্ষিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল কোন ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন না বলে দাবি করেছেন। ম্যালকম টার্নবুল ও নিউ সাউথ ওয়েলসের সাবেক প্রিমিয়ার নেভিল রান ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ায় তালিকাভুক্ত স্টার মাইনিং এনএলের বোর্ডে যোগ দিয়েছিলেন। খবর বিবিসির। সুখোই লগ নামে সার্বিয়ান স্বর্ণ খনি কোম্পানিটি আনুমানিক দুই হাজার কোটি অস্ট্রেলীয় ডলার আয় করার আশা করেছিল বলে অস্ট্রেলীয় ফাইন্যান্সিয়াল রিভিউয়ে দাবি করা হয়েছে। টার্নবুল ও রান দু’জনই পর্যায়ক্রমে স্টার টেকনোলজি সার্ভিসের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ব্রিটিশ ভার্জিনিয়া দ্বীপের স্টার মাইনিং কোম্পানির ভর্তুকিতে চলা প্রতিষ্ঠানটির সঙ্গে পানামার ল’ ফার্ম মোওস্যাক ফনসেকারের যোগাযোগ ছিল। সাংবাদিকদের টার্নবুল বলেন, অসঙ্গতির কোন ইঙ্গিত সেখানে নেই। সেখানে নতুন কিছু নেই। তিনি আরও বলেন, আমি ও নেভিল রান যে কোম্পানির পরিচালক ছিলাম তা ছিল অস্ট্রেলিয়ায় নিবন্ধিত কোম্পানি। এই কোম্পানি কি লাভের মুখ দেখেছে? যদি দেখে তবে অবশ্যই অস্ট্রেলিয়ায় কর দেবে। সাবেক ব্যাংকার ও প্রযুক্তি উদ্যোক্তা চলতি বছরের ১২ জুলাই দেশটিতে আসন্ন সাধারণ নির্বাচনের প্রচার চালাচ্ছেন। ক্ষমতাসীন লিবারেল ন্যাশনাল জোটকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। পানামার আইনী সেবাদাতা প্রতিষ্ঠান মোওস্যাক ফনসেকার মাধ্যমে কর ফাঁকি দিয়ে সম্পদের পাহাড় গড়ায় অফশোর লেনদেন সংক্রান্ত নথিগুলো চলতি বছরের এপ্রিলের শুরুতে প্রকাশ্যে আসে। পানামা পেপার্স নাম দেয়া এসব নথি ফাঁসের পুরো বিষয়টিকে বলা হচ্ছে পানামা পেপার্স কেলেঙ্কারি। আলো ছড়াবে সিমেন্ট মেক্সিকোর নিকোলাস হিদালগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন এক ধরনের সিমেন্ট তৈরি করেছেন যা থেকে আলো ছড়াবে। তাই রাস্তা, সেতু ও বাড়িতে রাতে আলো জ্বালাতে হবে না। দিনে সূর্যের আলো শোষণ করে রাতে ১২ ঘণ্টা আলো দেবে। মাটি বা কাদামাটির মতো উপাদান দিয়ে সিমেন্ট জেল তৈরিতে জলীয়বাষ্প মেশানো হয়েছে। এর আয়ু ১০০ বছর। -মেক্সিকান নিউজ এক সঙ্গে ৬ হৃদয়ের স্পন্দন ৫০টি হাতের আঙ্গুল, ৫০টি পায়ের আঙ্গুল আর এক সঙ্গে ছয়টি হৃদয়ের স্পন্দন। এমন ক্যাপশন দিয়ে চমৎকার ছবি পোস্ট করেছেন অস্ট্রেলিয়ার কিম বেয়ারলি ও ভন টুসি দম্পতি। দুই মেয়ের জন্মের পর ছেলের আশায় আবার সন্তান চেয়েছিলেন তারা। গর্ভধারণের পর ডাক্তার যে খবর দেন তাতে অবাক হয়ে যান তারা। চেয়েছিলেন এক ছেলে, আসছে এক ছেলে ও চার মেয়ে। ২৮ জানুয়ারি একসঙ্গে জন্ম দেন ছেলে কিথ ও মেয়ে টিফানি, পেনিলোপ, বিয়াট্রিক্স ও এ্যালিকে। প্রত্যেকেই সুস্থ। -ডেইলি মেইল
×