ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ডেমরায় বজ্রপাতে দু’যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৫:৩২, ১৩ মে ২০১৬

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ডেমরায় বজ্রপাতে দু’যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীসহ দেশের বেশ কয়েকটি জেলায় বৃহস্পতিবার হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। গত কিছুদিনের গরম থেকে সাময়িক রেহাই পায় রাজধানীবাসী। নেমে আসে প্রশান্তি। তবে রাজধানীর ডেমরা বাঁশেরপুল কাউন্সিল এলাকার একটি মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে দু’যুবকের মৃত্যু ঘটে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অনুভূত হয় ভ্যাপসা গরম। পথচারীদের দুর্ভোগে ফেলে মেঘের বিকট গর্জন ও বিদ্যুত চমকানি। আজ শুক্রবারও অব্যাহত থাকবে মৃদু তাপপ্রবাহ। মে মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার সম্ভাবনা আছে। প্রখর রোদ ও গরমে অতীষ্ঠ হয়ে উঠে মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করে নেমে আসে বৃষ্টি। প্রশাস্তি পায় দেশবাসী। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা মংলা ও যশোরে ৩৭.৮ এবং সর্বনিম্ন রংপুরে ২৩.২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়। আর ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৬ ও ২৭.৩ ডিগ্রী সেলসিয়াস। বৃহস্পতিবার ঢাকায় ১ মিলিমিটার, ময়মনসিংহে ৪ মিমি, টাঙ্গাইলে ৩৭ মিমি, নেত্রকোনায় ২৮ মিমি, সিলেটে ১ মিমি, শ্রীমঙ্গলে ২৬ মিমি, রাজশাহীতে ১৭ মিমি, ঈশ্বরদীতে ২১ মিমি, বদলগাছিতে ১ মিমি, তাড়াশে ৬ মিমি, রংপুরে ১ মিমি, দিনাজপুরে ২ মিমি, রাজারহাটে ৮ মিমি ও ভোলায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, আজ শুক্রবার রাজশাহী, রংপুর, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, সীতাকু-, রাঙ্গামাটি, চাঁদপুর, মাইজদীকোর্ট, ফেনী, রাজশাহী ও পাবনা অঞ্চলসহ খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সূত্রটি আরও জানায়, মে মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে এক থেকে দু’টি নিম্নচাপ। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। মে মাসে দেশের উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২ থেকে ৩দিন বজ্রসহ মাঝারি/ তীব্র কালবৈশাখী ঝড় এবং দেশের অন্যত্র ৩ থেকে ৪দিন হাল্কা থেকে মাঝারি কালবৈশাখী অথবা বজ্রঝড় হতে পারে। তবে এ মাসেও থাকবে তাপপ্রবাহ। দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ২ থেকে ৩টি তীব্র তাপপ্রবাহ এবং অন্যত্র ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। স্থানীয়ভাবে অতি বৃষ্টিপাত ও পাহাড়ীঢলের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে আকষ্মিক বন্যার সম্ভাবনা আছে। মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাত ঢাকা বিভাগে ২৯৭ মিলিমিটার, চট্টগ্রামে ৩১০ মিমি, সিলেটে ৫১০ মিমি, রাজশাহীতে ১৮৮ মিমি, রংপুরে ২৫০ মিমি, খুলনায় ১৬৯ মিমি ও বরিশালে ২৬০ মিলিমিটার থাকতে পারে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীতে অনুভূত হয় ভ্যাপসা গরম। সূর্যের তীব্র তাপ ব্যাহত করে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। বিকেল পাঁচটার পর পাল্টে যায় রাজধানীর আবহাওয়া। আকাশে মেঘের আনাগোনা বেড়ে যায়। বইতে শুরু করে হাল্কা শীতল বাতাস। নেমে আসে অন্ধকার এবং শুরু হয় মেঘের গর্জন। কিছুক্ষণ পরই নেমে আসে মাঝারি ধরনের বৃষ্টি। কিছুক্ষণ বন্ধ থাকার পর সন্ধ্যায় বৃষ্টি নেমে আসে আরেকদফা বৃষ্টি, যা রাত পর্যন্ত চলতে থাকে। বৃষ্টি নয়, পথচারীদের দুর্ভোগে ফেলে মেঘের বিকট গর্জন ও বিদ্যুত চমকানি। প্রস্তুত ছিলেন না কেউ। শুরু হয়ে যায় পথচারীদের দৌড়াদৌড়ি। নিকটস্থ দোকান ও রেস্টুরেন্টগুলোর সামনে দাঁড়িয়ে যাত্রীবাহী বাহনের অপেক্ষা করতে থাকেন লোকজন। সকালের বৃষ্টিহীন পরিবেশ দেখে কেউ ছাতা নিয়ে বের হয়নি। সামনে পেয়েও বৃষ্টির কারণে তাদের কেউ কেউ বাসে উঠতে পারেননি। পৌনে এক ঘণ্টা ধরে দুর্ভোগে পড়লেও শীতল বাতাসে প্রশান্তি পায় নগরবাসী। এদিকে, রাজধানীর ডেমরা বাঁশেরপুল কাউন্সিল এলাকার একটি মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন তাহসান লিঙ্কন (২১) ও শাহেদ (২১)। অপর আহত ঢাকা কলেজের ছাত্র রাইয়ান (২০)। প্রত্যক্ষদর্শীরা জানায়, কাউন্সিল মাঠে বৃষ্টির মধ্যে ফুটবল চলছিল। হঠাৎ বিদ্যুত চমকে বজ্রপাত হলে তিনজনই অজ্ঞান হয়ে মাঠে পড়ে যায়। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা পৌনে ৬টার দিকে কর্তব্যরত ডাক্তার দুজনকে মৃত বলে ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ (এএসআই) বাবুল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ দুটি মর্গে রাখা হয়েছে।
×