ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্যতিক্রমী ফ্যাশন শো কিউবার রাস্তায়

প্রকাশিত: ০৬:৪১, ১৩ মে ২০১৬

ব্যতিক্রমী ফ্যাশন শো কিউবার রাস্তায়

কয়েকদিন আগে কিউবা ঘুরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা? এবার গেলেন কার্ল লেগারফেল্ড। বিশ্ব বিখ্যাত এই জার্মান ফ্যাশন ডিজাইনারের এ সফরেও নতুন ইতিহাস দেখল কিউবার মানুষ? অসাধারণ এক ফ্যাশন শো হয়ে গেল হাভানার রাস্তায়? কিউবার রাজধানী হাভানার পাসেয়ো দেল প্রাদো এভিনিউতে এমন তারার মেলা আগে কখনো বসেনি। সারা বিশ্বের জন্য প্রায় অবরুদ্ধ দেশ কিউবায় ‘ফ্যাশন শো’ এতদিন অকল্পনীয়ই ছিল? কিন্তু অকল্পনীয় এ কাজটিই করে দেখালেন ‘চ্যানেল’ ফ্যাশন হাউজের হেড ডিজাইনার কার্ল লেগারফেল্ড। তার উদ্যোগে হাভানার রাস্তায় নয়নাভিরাম এক ফ্যাশন শো’র আয়োজন করল ‘চ্যানেল’। কার্ল লেগারফেল্ডের আহ্বানে বিশ্বের বেশ কয়েকজন সুবিখ্যাত তারকা গিয়েছিলেন হাভানায়? ব্রাজিলিয়ান মডেল জিসেল বুন্ডচেনও ‘চ্যানেল’-এর নতুন পোশাক পরে কিউবান দর্শকদের সামনে হাজির হওয়ার সুযোগটা ছাড়েননি। বাড়ির কাছের রাস্তায় বসেছে তারার মেলা। হাভানার অনেক মানুষ তাই বাড়ির বারান্দা কিংবা ছাদে দাঁড়িয়েই দেখেছেন সর্বোচ্চ মানের ফ্যাশন শো। ফেলে দেয়ার মতো জীর্ণ-পুরাতন এ জগতে খুব বেশি কিছু নেই। অনেক পুরাতনই কালপরিক্রমায় ফিরে আসে নতুন আঙ্গিতে। হাভানার রাস্তায় আধুনিক আয়োজনেও ফিরে এসেছিল বিশ শতকের ত্রিশ ও চল্লিশের দশকের কিছু পোশাক। কিউবার অবিসংবাদিত নেতা ফিডেল কাস্ত্রোর নাতি আন্তনিয়ো কাস্ত্রও ছিলেন গত সপ্তাহে হয়ে যাওয়া ফ্যাশন জগতের এই আলোচিত অনুষ্ঠানে? আয়োজনের শেষে ছিল নাচ। অনেক সাধারণ নাগরিকও তখন বিখ্যাত তারকাদের সঙ্গে নেচেছেন। ফ্যাশন ডেস্ক
×