ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধোনি নয়, আজাহারউদ্দিন হেলিকপ্টার শটের মালিক

প্রকাশিত: ২৩:৩৭, ১৩ মে ২০১৬

ধোনি নয়, আজাহারউদ্দিন হেলিকপ্টার শটের মালিক

অনলাইন ডেস্ক ॥ আজ ভারতে মুক্তি পেয়েছে আজাহারউদ্দিন জীবনী নিয়ে তৈরি সিনেমা। আজ আবার এই খলোয়াড়ের ১৪ মিনিটের একটি ভিডিও ক্লিপ আনন্দবাজার পত্রিকায় দেওয়া হয়েছে যেখানে দেখানো হয়েছে আজাহারউদ্দিনই হচ্ছে হেলিকপ্টার শটের উদ্ভাবক বা মালিক। এখন আমরা দেখে নেই সেই ভিডিও ক্লিপির সঙ্গে কি লেখা হয়েছে আনন্দবাজারের সেই নিউজে। ক্রিকেটে হেলিকপ্টার শট কে চালু করেছিলেন সেটা নিশ্চয়ই বলতে হবে না। একমেবদ্বিতীয় মহেন্দ্র সিংহ ধোনি। মাহির ট্রেড মার্ক শট এটাই। কিন্তু সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে মাহির এই ট্রেড মার্ক শটের অধিকারী অনেক আগেই ছিল। তিনি কে? নব্বইয়ের দশকে একটি টেস্ট ক্রিকেটে এই হেলিকপ্টার শট মারতে দেখা গিয়েছে এক বিখ্যাত ভারতীয় ক্রিকেটারকে। ইডেনে ভারতের সঙ্গে ইংল্যান্ডের একটি টেস্ট ম্যাচের ভিডিওতে সেই শট মারতে দেখা গিয়েছে। দেখে নিন সেই। এবং হেলিকপ্টার শটের উদ্ভাবককে দেখে নিন। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×