ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৌরশক্তির ট্রেন

প্রকাশিত: ০৩:৪৬, ১৪ মে ২০১৬

সৌরশক্তির ট্রেন

ভারতের উত্তর-পশ্চিম রেলওয়ে এ মাসের শেষে পরীক্ষামূলকভাবে প্রথম সৌরশক্তি চালিত ট্রেন চালাবে। যা হবে একটি যাত্রীবাহী ট্রেন। ট্রায়াল রানের পর রুট ঠিক করা হবে। পুরো ট্রেনে থাকবে সোলার প্যানেল ও ডিজেল ইঞ্জিন। এসি বা নন এসি কোচে বিদ্যুত সরবরাহ করবে সৌরশক্তি। এতে বছরে ডিজেল খরচ কমবে ৯০ হাজার লিটার। আর কার্বন-ডাই-অক্সাইডের উৎপাদন কমবে দু’শ’ টন। ঘণ্টায় এক শ’ ২৫ কি.মি. বেগে সৌরট্রেন চলবে। Ñইন্ডিয়া টুডে
×