ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে বিমান বন্দর নির্মাণে অনিশ্চয়তা

প্রকাশিত: ০৪:২৬, ১৪ মে ২০১৬

বাগেরহাটে বিমান  বন্দর নির্মাণে  অনিশ্চয়তা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ কাজ মুখ থুবড়ে পড়ে আছে। অগ্রাধিকার প্রকল্প হিসেবে ২০১৫ সালের ৫মে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় ৫৪৪ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ দেয়ার এক বছর পরও দৃশ্যত কোন কাজ শুরু হয়নি। প্রকল্প কর্মকর্তাও নিয়োগ দেয়া হয়নি। ফলে ২০১৮ সালের মধ্যে পূর্ণাঙ্গ রূপে খানজাহান বিমানবন্দর নির্মাণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জেলা প্রশাসক জাহাংগীর আলম জানান, শুরুতে ৯৭ একর জমি অধিগ্রহণ করা হলেও পরে বিমান কর্তৃপক্ষ ৫শ’ ৩৬ একর জমি অধিগ্রহণের একটি প্রস্তাবনা করে। প্রস্তাবনা অনুযায়ী সরেজমিন পরিদর্শন ও ভূমি জরিপ করা হয়। কিন্তু প্রস্তাবিত জমির মধ্যে খুলনা-মংলা মহাসড়ক ও প্রস্তাবিত খুলনা-মংলা রেললাইন থাকায় বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ বিমানবন্দরের জন্য বিমান কর্তৃপক্ষ সংশোধিত খসড়া প্রস্তাবে ১ হাজার ৩৭ একর জমি অধিগ্রহণের প্রস্তাবনা করে। জেলা প্রশাসন জরিপ কাজ করতে গেলে স্থানীয় সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক বর্তমান অধিগ্রহণকৃত জমির উত্তর-পূর্ব দিকে সরে জমি অধিগ্রহণের নির্দেশ দেন।
×