ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রংপুরে ৫৯ আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৪:২৮, ১৪ মে ২০১৬

রংপুরে ৫৯ আসামি  গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রংপুরের আট উপজেলায় বিভিন্ন মামলার চার্জশীটভুক্ত পলাতক ৫৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রংপুর পুলিশ কন্ট্রোল রুমের সূত্রমতে, গ্রেফতারকৃতরা আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে। বিজিপির উদ্যোগে ভাঙ্গন রোধ ও সড়ক সংস্কার পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ জেলার পানছড়িতে গোলক প্রতিমা খালের ভাঙ্গনরোধ ও পানছড়ি বাজার থেকে হাছাননগর পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২০ ব্যাটালিয়ন। প্রতিদিন বিজিবির ৬০ জওয়ান স্থানীয় অধিবাসীদের সহযোগিতায় সড়কটিতে মাটি, বালি ও ধারক বাঁধ তৈরি করছে। বিজিবি ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসনা আজিজ, পিএসসি বলেন, আমাদের কাজ সীমান্ত নিরাপদ রাখা। সড়ক নির্মাণ কিংবা মেরামত করা আমাদের কাজ নয়। তবুও এলাকাবাসীর আবেদন-নিবেদনে মানবিক দিক বিবেচনা করে আমরা এ কাজ গত দশদিন ধরে চালিয়ে যাচ্ছি। বিপিএমটিএ’র মানববন্ধন স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক পরিচালিত নীতিমালা বহির্ভূত মেডিক্যাল টেকনোলজিস্ট কোর্স পরিচালনা বন্ধ, ডিপ্লোমা মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নিয়োগ চালু, তাদের পদমর্যাদা ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেকার এ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিক্যাল টোকনোলজিস্ট এ্যাসোসিয়েশন (বিপিএমটিএ) আয়োজিত মানববন্ধনে বক্তারা নানা অভিযোগ করেন। কক্সবাজারে তুচ্ছ ঘটনায় শিশু শিক্ষার্থীকে প্রহার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শিক্ষিকার নির্দয় প্রহারে গুরুতর জখম ৭ বছরের ২য় শ্রেণীর শিশু ছাত্রী টুম্পা মনিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরতলীর বড়ছড়া গ্রামে অবস্থিত মুক্তি স্কুলে এ ঘটনা ঘটে। জানা যায়, মুক্তি স্কুলের ২য় শ্রেণীর ছাত্রী টুম্পা মনির বইয়ের একটি পাতা কে বা কারা ছিঁড়ে েেফলে। এ ঘটনায় শিক্ষিকা ফাল্গুনী ক্ষিপ্ত হয়ে ওই শিশুর মাথায় প্রহার করে। বেত দিয়ে সজোরে মারধরের কারণে শিশুর মাথা ফেটে রক্তাক্ত হয়। এ সময় ক্লাসের সব শিশু একই সঙ্গে কান্না জুড়ে দেয়। পরে অভিভাবক এসে ওই শিশুকে হাসপাতালে নিয়ে যায়। মুক্তিযোদ্ধা ভবনের ভিত্তিপ্রস্তর স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগর উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার সকালে শ্রীনগরে এ ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা যতন মার্মা, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সদর ইউনিয়ন চেয়ারম্যান মুকলেসুর রহমান, যুবলীগ সভাপতি সিরাজ আল-মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী সামসুদ্দিন প্রমুখ। বিনামূল্যে চক্ষু চিকিৎসা স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ চোখের ফ্রি চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় গ্রামীণ চক্ষু হাসপাতালের সহযোগিতায় ও পঞ্চগড় চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে এ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। পাঁচ শতাধিক চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন পঞ্চগড় চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আশরাফুল আলম পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল আউয়াল।
×