ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইএস জঙ্গিদের নিশানায় এবার ‘ফুটবল’

প্রকাশিত: ১৮:৫৯, ১৪ মে ২০১৬

আইএস জঙ্গিদের নিশানায় এবার ‘ফুটবল’

অনলাইন ডেস্ক॥ ফুটবল বিশ্বে অন্যতম সেরা ক্লাবগুলির মধ্যে একটি হল রিয়াল মাদ্রিদ। কিন্তু বিশ্বজোড়া ‘সন্ত্রাসের মুখ’ আইএসএস জঙ্গিদের আক্রমনের মুখে এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-গ্যারেথ বেলদের ক্লাবের সমর্থকরাও। ইরাকের রাজধানী বাগদাদ থেকে মাত্র ৭৭ মাইল উত্তরে অবস্থিত সামারাতে তিন আইএস জঙ্গির আক্রমনে প্রাণ হারালেন ১৪ জন রিয়াল সমর্থক। আহত হয়েছেন আরও ২০ জন। এদিন প্রিয় ক্লাবের পুরানো ম্যাচের ভিডিও রেকর্ডিং দেখতে প্রায় ৫০ জন রিয়াল সমর্থক একটি ক্যাফেতে জড়ো হয়েছিলেন। সেখানেই তিন জঙ্গি একে-৪৭ বন্দুক নিয়ে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এর ফলে সেখানে উপস্থিত লস ব্ল্যাঙ্কোস সমর্থকদের মধ্যে ১৪ জন নিহত এবং ২০ জন আহত হন। সামারার রিয়াল মাদ্রিদ সাপোর্টা’স ক্লাবের সভাপতি জিয়াদ সুভান জানান, ‘ইসলামি জঙ্গি গোষ্ঠীর ওই দলটি হঠাৎ করেই ক্যাফেতে ঢুকে পড়ে এবং উপস্থিত মানুষগুলোর উপর এলোপাথাড়ি গুলি চালায়৷ আসলে ওরা ফুটবল পছন্দ করে না। ওদের মতে, এটি ইসলাম বিরোধী কাজ। সেজন্যই এরকম আক্রমন করা। ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ এই ঘটনার ঘণ্টাখানেক পরে ওই জঙ্গি দলের মধ্যে একজনের পিছু ধাওয়া করে স্থানীয় পুলিশ ও সেনা সদস্যরা তাকে ঘিরে ফেলে। তাদের হাত থেকে বাচতে ওই জঙ্গি একটি বাজারে বিস্ফোরণও ঘটায়। ফলে সেখানেও চারজন নিহত ও দু’জন আহত হয়েছে। শুক্রবার সকালে ওই জঙ্গির ঝলসানো মৃতদেহ ওই ক্যাফের বাইরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের মতে, ওই আইএস জঙ্গি স্থানীয়দের হাতে ধরা পড়ে তার কৃতকর্মের কথা স্বীকার করে নেয়। যার শাস্তি হিসেবেই তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। তবে একজনকে শাস্তি দিতে পারলেও শান্ত হননি স্থানীয় মানুষরা। কারণ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে রোনাল্ডোদের খেলাটাই তো আর দেখা হবে না ওই ‘হতভাগ্য’ সমর্থকদের৷
×