ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিজার্ভ চুরিতে দায় ফের নাকচ ফেডারেল ব্যাংকের

প্রকাশিত: ১৯:৩৬, ১৪ মে ২০১৬

রিজার্ভ চুরিতে দায় ফের নাকচ ফেডারেল ব্যাংকের

অনলাইন ডেস্ক॥ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে টাকা চুরিতে নিজেদের গাফিলতি কিংবা দায়িত্বে অবহেলার অভিযোগ ফের নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক কর্তৃপক্ষ। বিপুল অংকের এ টাকা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য ক্যারোলিন ম্যানোলি। চিঠিতে তিনি এ বিষয়ে তদন্তেরও দাবি করেন। ওই চিঠির জবাবে ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য শুক্রবার প্রকাশ করেন মার্কিন এই আইনপ্রণেতা। মার্কিন এ আইনপ্রনেতাকে ফেডারেল রিজার্ভ ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট থমাস বেক্সটার এক চিঠিতে বলেছেন, টাকা হস্তান্তরে কোনো ব্যত্যয় হয়নি। সব নিয়ম মেনেই প্রথম ৫টি নির্দেশনা অনুয়ায়ী টাকা হস্তান্তর করা হয়েছে। ত্রুটিপূর্ণ হওয়ায় টাকা হস্তান্তরে পরবর্তী ৩০টি নির্দেশনা আটকে দেওয়া হয়েছে। এতে দুর্বৃত্তদের আরো ৯৫১ মিলিয়ন মার্কিন ডলার তুলে নেওয়ার লক্ষ্য ভেস্তে গেছে।
×