ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পরিবার নিয়ে কাউন্সিলে হাজির এরশাদ

প্রকাশিত: ২০:১৪, ১৪ মে ২০১৬

পরিবার নিয়ে কাউন্সিলে হাজির এরশাদ

অনলাইন রিপোর্টার॥ জাতীয় পার্টির অষ্টম জাতীয় কাউন্সিল উপলক্ষে আজ শনিবার সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের পদচারণায় মুখরিত রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স। আনুষ্ঠানিকতা শুরু করতে দলের চেয়ারম্যানের উপস্থিতিই বাকি ছিল। মহাধুমধামে দলীয় মহাসচিব আসার পর স্বাভাবিকভাবেই সবার অপেক্ষা ছিল চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রাজকীয় প্রবেশের। তবে সবার কল্পনা ভেঙে দিয়ে সকাল ১০টা ২৫ মিনিটে সাধারণভাবে কিছুটা পারিবারিক আবহে কাউন্সিল স্থলে প্রবেশ করেন সাবেক রাষ্ট্রপতি। তার পদাঙ্ক অনুসরণ করেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও তার স্ত্রী বেগম রওশন এরশাদ, ভাই গোলাম মুহম্মদ কাদের (কো-চেয়ারম্যান) ও অন্যান্য নেতারা। হালকা গোলাপি রংয়ের শার্টের ওপর কালো রংয়ের কোট, সঙ্গে গাঢ় খয়েরি রংয়ের টাই পরে এরশাদ মঞ্চের কাছে গাড়ি থেকে নেমে মঞ্চে ওঠেন। তার ডান পাশে মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও বাম পাশে স্ত্রী রওশনকে নিয়ে আসন গ্রহণ করেন তিনি। সব দ্বন্দ্ব ভুলে রওশনের পাশের আসনেই বসতে দেখা যায় দলের কো-চেয়ারম্যান জি এম কাদেরকে। এরপরই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে জাতীয় পার্টির জাতীয় কাউন্সিলের আনুষ্ঠানিকতা শুরু হয়।
×