ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফল বিভ্রাটের সত্যতা পেলো বরিশাল শিক্ষা বোর্ড

প্রকাশিত: ০১:৫২, ১৪ মে ২০১৬

ফল বিভ্রাটের সত্যতা পেলো বরিশাল শিক্ষা বোর্ড

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ এসএসসি পরীক্ষায় যান্ত্রিক ত্র“টির কারণে ‘হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা’ বিষয়ে ফলাফল বিভ্রাটের কথা জানিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহ আলমগীর। তিনি বলেন, যান্ত্রিক ত্র“টির কারণে বরিশাল শিক্ষা বোর্ডের কয়েক’শ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় ‘হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা’ বিষয়ে অকৃতকার্য হওয়ার ঘটনা ঘটেছে। এ কারণে ওই বিষয়ের সকল পরীক্ষার্থীর উত্তরপত্র পুর্নমূল্যায়ণ করে পুনরায় ফলাফল ঘোষণা করা হবে। শনিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষা বোর্ডে ফেল করা আড়াই শতাধিক পরীক্ষার্থীর উত্তরপত্র পুর্নমূল্যায়ণের আবেদন জমা পড়েছে বলেও তিনি উল্লেখ করেন। সূত্রমতে, গত ১১মে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর অনেক মেধাবী শিক্ষার্থীরা সববিষয়ে জিপিএ-৫ পেলেও ওই বিষয়ে অকৃতকার্য হয়। এতে হতাশাগ্রস্থ নগরীর উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সর্বজিত ঘোষ হৃদয় (১৭) নামের এক ছাত্র সাততলা ভবন থেকে লাফিয়ে পরে আত্মহত্যা করে। এ ঘটনার পর “মেধাবী শিক্ষার্থীদের হিন্দু ধর্মে অকৃতকার্য হওয়ার নেপথ্যে কি যান্ত্রিক ত্র“টি” শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝড় ওঠে। এর পরেই নরেচরে বসে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহ আলমগীর আরও জানান, হিন্দুধর্ম বিষয়ে পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে ৯ হাজার। এরমধ্যে ‘খ’ সেটের প্রশ্নপত্র পায় প্রায় ১১’শ পরীক্ষার্থী। যারমধ্যে কয়েক’শ পরীক্ষার্থীর ফলাফলে বিপত্তি ঘটে। তিনি আরও জানান, নৈর্ব্যক্তিকের উত্তরপত্রের ওএমআর শিট কম্পিউটারে দেখা হয়েছে। ফলে যান্ত্রিক ত্র“টিজনিত কারণে ফলাফলে কিছুটা ভুল হয়েছে। শিক্ষার্থীরা যাতে প্রত্যাশিত নম্বর পায় সে ব্যবস্থা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ জিয়াউল হক বলেন, হিন্দুধর্ম বিষয়ে সমস্যাটা হয়েছে নৈর্ব্যক্তিক অংশে। সমস্যাটা কোথায় হয়েছে সেটা এরইমধ্যে নির্ণয় করা হয়েছে। এটি কম্পিউটারে উত্তরপত্র সেটিং সমস্যা। পরীক্ষার্থীরা ‘খ’ সেটের প্রশ্নের যে উত্তর দিয়েছে তা কম্পিউটারে অন্য সেটের উত্তরপত্রের সাথে মিলিয়ে দেখা হয়েছে। তিনি আরও বলেন, তদন্তে সংশ্লিষ্ট কয়েকজন পরীক্ষকের (এক্সামিনার) গাফিলতির তথ্য বেরিয়ে এসেছে। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
×