ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিভাবান সাঁতারুর সন্ধানে

প্রকাশিত: ০৬:৩৬, ১৫ মে ২০১৬

প্রতিভাবান সাঁতারুর সন্ধানে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’। শনিবার জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এবং নৌবাহিনী প্রধান এ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ তার বক্তব্যে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। চারটি বয়সভিত্তিক গ্রুপে ৬৪ জেলার ৪৮৯ উপজেলা হতে বাছাইকৃত সেরা সাঁতারুদের ঢাকায় এনে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সারাদেশের প্রায় ২৫ হাজার সাঁতারু প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আগামী ১৯ মে সকালে মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে এ প্রতিযোগিতার শুরু হবে ঢাকা জেলার প্রাথমিক পর্বের বাছাই দিয়ে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিন ধাপে বাছাইয়ের পর সেরা ৬০ সাঁতারুকে নির্বাচন করা হবে এবং প্রতি পর্বের সেরা সাঁতারুদের জন্য মোট ৬৫ লাখ টাকা নগদ অর্থ ছাড়াও মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হবে। সেরা ৪ নারী ও ৪ পুরুষ সাঁতারুর প্রত্যেককে ৫ লাখ টাকা করে পুরস্কার দেয়া হবে। ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রধান সমন্বয়কারী হিসেবে ঢাকা নৌ অঞ্চলের প্রশাসনিক কর্তৃপক্ষ কমডোর সৈয়দ মকছুমুল হাকিম এবং সহকারী সমন্বয়কারী হিসেবে সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ রফিজ উদ্দিন রফিজ দায়িত্ব পালন করবেন। প্রতিযোগিতায় বয়সভিত্তিক ৪টি গ্রুপ হচ্ছে- ১১-১২ বছর, ১৩-১৫ বছর, ১৫-১৭ বছর এবং ১৮ থেকে তদুর্ধ। প্রাথমিক পর্যায়ে বাছাই পর্ব ১৯ মে শুরু হয়ে চলবে ২ অক্টোবর পর্যন্ত। এই পর্বে প্রতিটি উপজেলা হতে ৪৮ সাঁতারুকে বাছাই করে জেলা পর্যায়ে আনা হবে। পরবর্তীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে প্রতি জেলা হতে ১০ থেকে ২০ জন সাঁতারু নির্বাচন করা হবে। এভাবে ৬৪টি জেলা হতে মোট ১০০০ জন প্রতিভাবান সাঁতারু বাছাই করে ঢাকায় আনা হবে। প্রথম পর্বে জেলা প্রতি ২০ জন সেরা সাঁতারুকে মেডেল, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার দেয়া হবে। প্রতিভা অন্বেষণের দ্বিতীয় পর্বে ১০০০ জনের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে ১৬০ জনকে নির্বাচিত করে বিদেশী প্রশিক্ষকের মাধ্যমে ৩ মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হবে। ২য় পর্বে সেরা ১৬০ জনের প্রত্যেককে মেডেল, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে ১৬০ জনের মধ্যে থেকে সেরা ৬০ সাঁতারু নির্বাচন করা হবে। প্রত্যেককে মেডেল, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার দেয়া হবে। তাছাড়া এদের মধ্যে ৪টি ইভেন্টের সেরা ৪ নারী এবং ৪ পুরুষ সাঁতারুকে ৫ লক্ষ করে টাকা প্রদান করা হবে। এভাবে তিনটি পর্বে সর্বমোট ৬৫ লক্ষ টাকার পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। সেরা ৬০ সাঁতারু বাংলাদেশ সুইমিং ফেডারেশনে যোগ দেবেন এবং তাদের বিশ¡ মানের সাঁতারু হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হবে। তাছাড়া তাদের পড়াশুনার ব্যবস্থাসহ যাবতীয় ব্যয়ভার সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে বহন করা হবে। প্রতিযোগিতার বিস্তারিত তথ্য ও সময়সূচী এর ওয়েবসাইটে (সেরাসাঁতারু ডট কম) পাওয়া যাবে। এছাড়া একটি কল সেন্টারও (০৯৬৭৮-৮০০৭০০) খোলা হয়েছে যেখানে সকাল ৯টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফোন করে প্রতিযোগীরা সবধরনের তথ্য জানতে পারবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অনলাইনে অথবা কল সেন্টারের মাধ্যমে প্রতিযোগিতার আগের দিন পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়া প্রতিযোগিতার দিনে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েও রেজিস্ট্রেশন করা যাবে। প্রতিযোগিতার দিন প্রার্থীদের সাঁতার উপযোগী পোশাক, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন/চেয়ারম্যান সনদপত্রের প্রতিলিপি এবং অনলাইন বা কল সেন্টারে রেজিস্ট্রেশনকৃত নাম্বার/কাগজ সাথে আনতে হবে।
×