ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪৮, ১৫ মে ২০১৬

অষ্টম শ্রেণির পড়াশোনা

১। আন্তর্জাতিক হকি ফেডারেশন গঠিত হয় কত সালে কোথায় ? (ক) ১৯২৪ সালে প্যারিসে (খ) ১৯০৮ সালে লন্ডনে (গ) ১৯১২ সালে বার্লিনে (ঘ) ১৯২০ সালে যুক্তরাষ্ট্রে। ২। বিশ্ব হকি যাদুকর কে ? (ক) ডিরিও (খ) ধ্যান চাঁদ (গ) আক্তার হামিদ (ঘ) সুজন মালিক। ৩। হকি খেলার নির্ধারিত সময় কত ? (ক) ৪০ মিনিট (খ) ৫০ মিনিট (গ) ৬০ মিনিট (ঘ) ৭০ মিনিট। ৪। সর্বকালের সেরা সাঁতারু বলা হয় কাকে ? (ক) ইয়ান থর্প (খ) মার্ক লীজ (গ) মাইকেল ফেলপস্ (ঘ) লুইক্যান। ৫। সাঁতারের আন্তর্জাতিক সংস্থা ঋওঘঅ গঠিত হয় (ক) ১৯১১ সালে (খ) ১৯১০ সালে (গ) ১৯০৯ সালে (ঘ) ১৯০৮ সালে। ৬। কোন অলিম্পিকে পুরুষদের সাঁতার অন্তর্ভুক্ত করা হয় ? (ক) ১৮৯৬ সালে এথেন্স অলিম্পিক (খ) ১৯০০ সালের প্যারিস অলিম্পিক (গ) ১৯০৪ সালের লন্ডন অলিম্পিক (ঘ) ১৯০৮ সালের স্টকহোম অলিম্পিক। ৭। কত সালে বাংলাদেশ সুইমিং ফেডারেশন গঠিত হয় ? (ক) ১৯৭৪ সালে (খ) ১৯৭২ সালে (গ) ১৯৭৩ সালে (ঘ) ১৯৭৯ সালে। ৮। কোন অলিম্পিকে মহিলাদের সাঁতার অন্তর্ভুক্ত করা হয় ? (ক) ১৯০৪ সালের অলিম্পিক (খ) ১৯০৮ সালের অলিম্পিক (গ) ১৯১২ সালের অলিম্পিক (ঘ) ১৯১৬ সালের অলিম্পিক। ৯। কোন সাঁতারের হাতের কাজ ঝ এর মত হবে ? (ক) মুক্ত সাঁতার (খ) বুক সাঁতার (গ) চিৎ সাঁতার (ঘ) প্রজাপ্রতি সাঁতার। ১০। প্রজাপ্রতি সাঁতার সমাপ্তি রেখা স্পর্শ করতে হবে - (ক) এক হাতে (খ) দুই হাতে (গ) পা দিয়ে (ঘ) মাথা দিয়ে। ১১। ব্যায়াম বা খেলাধুলার আগে শরীরকে ভালোভাবে গরম করে নেওয়াকে বলে - (ক) কুল ডাউন (খ) ওয়ার্মিং আপ (গ) সিট আপ (ঘ) নেক স্পিং । ১২। সুইমিংপুলের দৈর্ঘ্য-প্রস্থ্য কত ? (ক) ৫০ী২০ মিটার (খ) ৫০ী২৫ মিটার (গ) ৫০ী৩০ মিটার (ঘ) ৫০ী২১ মিটার। ১৩। মিডলে সাঁতারের ধারাবাহিক স্টাইল সমূহ - (ক) প্রজাপতি-চিৎ সাঁতার-মুক্ত সাঁতার- বুক সাঁতার (খ) চিৎ সাঁতার- মুক্ত সাঁতার- বুক সাঁতার- প্রজাপতি (গ) মুক্ত সাঁতার- বুক সাঁতার- প্রজাপতি -চিৎ সাঁতার (ঘ) প্রজাপতি - চিৎ সাঁতার-মুক্ত সাঁতার- বুক সাঁতার । ১৪। আন্তজার্তিক অ্যামেচার অ্যাথলেটিকস ফেডারেশন গঠিত হয় - (ক) ১৯১২ সালে (খ) ১৯১৩ সালে (গ) ১৯১৪ সালে (ঘ) ১৯১৫ সালে। ১৫। কোন অলিম্পিকে অ্যাথলেটিক্স অন্তর্ভুক্ত করা হয় ? (ক) ১৮৯৬ সালের প্রথম অলিম্পিকে (খ) ১৯০০ সালের দ্বিতীয় অলিম্পিকে (গ) ১৯০৪ সালের তৃতীয় অলিম্পিকে (ঘ) ১৯০৮ সালের চতুর্থ অলিম্পিকে। ১৬। অ্যাথলেটিকসের ইভেন্ট সমূহকে কয়ভাগে ভাগ করা হয় ? (ক) ৫ ভাগে (খ) ৪ ভাগে (গ) ৩ ভাগে (ঘ) ২ ভাগে। ১৭। ট্র্যাক ইভেন্টের আন্তর্ভুক্ত নয় কোনটি ? (ক) ১০০ মিটার দৈাড় (খ) ৮০০ মিটার দৈাড় (গ) ম্যারাথন দৈাড় (ঘ) দীর্ঘ লাফ। ১৮। অন ইউর মার্ক বলা হয় ট্র্যাক ইভেন্ট আর ইন ইউর মার্ক বলা হয় ? (ক) সাঁতারে (খ) ফিল্ড ইভেন্টে (গ) বর্শা নিক্ষপের সময় (ঘ) দীর্ঘ লাফের সময়। ১৯। নাম ডাকার কত সময়ের মধ্যে গোলক নিক্ষেপ করতে ব্যার্থ হলে এক টি সুযোগ নষ্ট হবে ? (ক) ৪০ সেকেন্ড (খ) ৫০ সেকেন্ড (গ) ৬০ সেকেন্ড (ঘ) ৭০ সেকেন্ড। ২০। টর্সো কী ? (ক) নাভি থেকে গলকন্ঠ পর্যন্ত (খ) মাথা থেকে গলকন্ঠ পর্যন্ত (গ) কোমর থেকে পা পর্যন্ত (ঘ) শরীরের যে কোন অংশকে। উত্তর ১। (ক) ২। (গ) ৩। (খ) ৪। (ঘ) ৫। (ক) ৬। (গ) ৭। (ঘ) ৮। (খ) ৯। (ক) ১০। (খ) ১১। (ঘ) ১২। (ঘ) ১৩। (ক) ১৪। (ক) ১৫। (ঘ) ১৬। (ঘ) ১৭। (ক) ১৮। (খ) ১৯। (ক) ২০। (ঘ)
×