ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতি কিলোমিটারে ৩ পয়সা হারে পরিবহন ভাড়া কমানোর সিদ্ধান্ত

প্রকাশিত: ২০:৪৪, ১৫ মে ২০১৬

প্রতি কিলোমিটারে ৩ পয়সা হারে পরিবহন ভাড়া কমানোর সিদ্ধান্ত

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী ॥ সড়ক , যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন ,আজ ১৫ মে থেকে প্রতি কিলোমিটারে ৩ পয়সা হারে পরিবহন ভাড়া কমবে । কেউ বর্দ্ধিত ভাড়া আদায় করলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে । আজ রবিবার সকাল ১১ টায় ঢাকা সিলেট মহাসড়কের পাঁচদোনা মোড়ে রাস্তার সংস্কার কাজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন । তিনি আরো বলেন , ঈদ ও রমজানে রাস্তায় চাপ বাড়বে । সাথে রর্ষার আগমন তাই ঢাকার আশপাশ সহ সারা দেশে যাতে রাস্তায় যানজট না হয় সে ব্যবস্থা সচল রাখার প্রচেষ্টাা চালিয়ে যাচ্ছি । নরসিংদীর পাঁচদোনা ও সাহেপ্রতাবে দুটি গোলচত্বর আছে । সে গুলো সাইজ ছোটকরে যানবাহন চলাচলের সুবিধার্থে ৫ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। এ ছাড়া পাঁচদোনা - ডাঙ্গা সড়কের ১২ কিলোমিটার সড়ক নির্মান সহ সংস্কার কাজে একনেক ইতিমধ্যে ২৭০ কোটি টাকা অনুমোদন দিয়েছে । বর্ষা শেষ হলেই এর কাজ শুরু হবে । এসময় সড়ক ও জনপথ ঢাকা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দীন খান ,নরসিংদী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান , নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার নুরুল হক ,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।
×