ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু

প্রকাশিত: ২০:৫৭, ১৫ মে ২০১৬

নীলফামারীতে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু

স্টাফ রিপোর্টার,নীলফামারী ॥ চলতি বছর নীলফামারী জেলায় ১২ হাজার ৬৩৮ মেট্রিক টন বোরো ধান সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করার লক্ষ্যে আভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ রবিবার সকালে সদর উপজেলা খাদ্য গুদাম চত্তরে আনুষ্ঠানিকভাবে ওই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন অভির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক গোলাম মো. ইদ্রিস, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল করিম সরকার, জেলা মিল মালিক সমিতির সভাপতি মো. রকিবুল আলম চৌধুরী, ইটাখোলা ইউপি চেয়ারম্যান হাফিজুর রশীদ, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।উদ্বোধনী দিনে ইটাখোলা ইউনিয়নের আব্দুস সোবহান নামের ১ জন কৃষকের কাছ থেকে ৮০০ কেজি বোরো ধান সংগ্রহ করা হয়। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।
×