ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সমাবেশ

প্রকাশিত: ২২:৩৫, ১৫ মে ২০১৬

নীলফামারীতে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সমাবেশ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ দক্ষিনাঞ্চলের দুই দিন ব্যাপী পরিবহন ধর্মঘটকে সমর্থন জানিয়ে নীলফামারীর সৈয়দপুরে সড়ক অবরোধ করে সমাবেশ করেছে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। আজ রবিবার বেলা সাড়ে ১১টা দিকে সৈয়দপুর-দিনাজপুর সড়কে ঘন্টাব্যাপী অবরোধ করে ওই সড়কের মদিনা হোটেল মোড়ে সমাবেশ করে। এসময় ওই সড়ক দিয়ে সকল প্রকার যানচলাচল এক ঘন্টাবন্ধ থাকে। নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম মজনু, নীলফামারী জেলা মাইক্রো জীপ-কার মালিক সমিতির সভাপতি নিজু কুমার আগরওয়ালা প্রমুখ। জানা যায় মনিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্রকার-লেখক-সাংবাদিক তারেক মাসুদ ও মিশুক মনিরের মামলাটি মানিকগঞ্জ থেকে উচ্চ আদালতে বাদী কর্তৃক স্থানান্তরিত করার প্রতিবাদে এই কর্মসুচি পালন করা হয়।
×