ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যশোরের ৯ রাজাকারের বিরুদ্ধে আইওর সাক্ষী ৩০ মে

প্রকাশিত: ০০:৩৪, ১৫ মে ২০১৬

যশোরের ৯ রাজাকারের বিরুদ্ধে আইওর সাক্ষী ৩০ মে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যশোরের সাবেক সংসদ সদস্য মাওলানা সাখাওয়াত হোসেন সহ ৯ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষী শেষ হয়েছে এখন মামলার তদন্ত কর্মকর্তা ৩০ মে সাক্ষ্য প্রদান করবেন। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রবিবার এ আদেশ প্রদান করেছেন। এ সময় প্রসিকিউটশন পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর জিয়াদ আল মালূম,প্রসিকিউটর রিজিয়া সুলতানা চমন ,প্রসিকিউটর হৃষিকেশ সাহা। আর আসামী পক্ষে ছিলেন সাত্তার পালোয়ান ও আব্দুস শুকুর। ১৩ তম সাক্ষী মজিদ মোড়ল বলেছেন, আমার ভাইকে দেখার জন্য চিংড়া রাজাকার ক্যাম্পে আসি। আমি ক্যাম্পে এসে জনালার ভিতর দিয়ে দেখতে পাই যে ,আমার ভাই নুরউদ্দিন মোড়ল উক্ত স্কুলের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমার ভাইকে আহত অবস্থায় দেখে আমি কান্নাকাটি করতে থাকলে রাজাকাররা আমাকে আমাকে রাইফেল দিয়ে খোজা মেরে রাজাকার ক্যাম্প থেকে বের করে দিলে আমি বাড়িতে চলে আসি। বাড়িতে এসে ঐ ঘটনা বাবা মাকে বলি। আমার আতœীয় স্বজন রাজাকার কমান্ডার আমিন উদ্দিন মাষ্টারের কাছে নিয়ে যায়। অনেক দেন দরবার করার পর আমার ভাইকে রাজাকারা ছেড়ে দেয়। বাড়িতে এসে নির্যাতনের কথা বর্ননা করে।
×