ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যাডেট ছাত্রী পলিন হত্যা: চার্জ গঠন বাতিল সংক্রান্ত আদেশ সোমবার

প্রকাশিত: ০১:৪২, ১৫ মে ২০১৬

ক্যাডেট ছাত্রী পলিন হত্যা: চার্জ গঠন বাতিল সংক্রান্ত আদেশ সোমবার

স্টাফ রিপোর্টার ॥ ১১ বছর আগে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ছাত্রী শর্মিলা শাহরিন পলিন হত্যা মামলায় অভিযোগ (চার্জ) গঠন বাতিল চেয়ে মেজর নাজমুল হক সহ ৪ জনের আবেদনের ওপর শুনানি শেষ আদেশ আগামীকাল সোমবার। রবিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশের জন্য এই দিন ঠিক করেন। রবিবার আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি এ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির। মনিরুজ্জামান কবির সাংবাদিকদের বলেন, ২০০৫ সালের ১১ ফেব্রুয়ারি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ছাত্রী হোস্টেল থেকে দ্বাদশ শ্রেনীর ছাত্রী শর্মিলা শাহরিন পলিনের লাশ উদ্ধার করা হয়। ঘটনার দিনই ময়মনসিংহ কোতয়ালী থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেন কলেজের প্রিন্সিপাল খাদেমুল ইসলাম। পরে একই বছরের ১৯ ফেব্রুয়ারি পলিনের বাবা আবুল বাশার পাটোয়ারি ময়মনসিংহ জেলা জজ আদালতে কারো নাম উল্লেখ না করে দ্বায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। আদালত হত্যার ঘটনা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
×