ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ৬তলা ভবনের অননুমোদিত অংশ ভেঙ্গে দিয়েছে চউক

প্রকাশিত: ০৩:৪৮, ১৬ মে ২০১৬

চট্টগ্রামে ৬তলা ভবনের  অননুমোদিত অংশ  ভেঙ্গে দিয়েছে চউক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পাঁচ তলার অনুমোদন নিয়ে ছয়তলা নির্মাণ করায় চট্টগ্রাম নগরীর ফরিদার পাড়া এলাকার হেলেপড়া একটি ভবনের অননুমোদিত অংশ ভেঙ্গে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। রবিবার দুপুরে চউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু অভিযান চালিয়ে ওই ফ্লোরটি ভেঙ্গে দিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নগরীর চান্দগাঁও থানাধীন তালতলের শফি ভবনটি’র মালিক ৫ তলার অনুমোদন নিয়ে ৬তলা নির্মাণ করে। ভূমিকম্পে ভবনটি পাশের ভবনের ওপর হেলে পড়লে সিডিএ তদন্তে বিষয়টি ধরা পড়ে। অননুমোদিত অংশটি ভেঙ্গে ফেলতে মালিককে নির্দেশনা দেয়া হলেও তিনি তা বাস্তবায়ন করেননি। তাই অভিযান চালিয়ে ভবনের অননুমোদিত অংশ ভেঙ্গে দিয়েছি। এদিকে হঠাৎ অভিযান পরিচালনা করায় ওই ভবনের ষষ্ঠ তলার ভাড়াটিয়ারা দুর্ভোগে পড়েছেন। মাত্র আধাঘণ্টার সময় দেয়ায় তারা বাসা থেকে গুরুত্বপূর্ণ মালামাল সরাতে পারেননি। সরেজমিনে দেখা গেছে, দুপুর ১টার দিকে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের লোকজন ওই ভবনে গিয়ে উপস্থিত হন। এ সময় তারা ষষ্ঠ তলায় থাকা দুটি পরিবারকে আধাঘণ্টা সময় দেন। এর পরই ভেঙ্গে ফেলার নির্দেশ দেন। কিন্তু স্বল্পসময়ে তারা খুব বেশি মালামাল সরাতে পারেননি। ভবন মালিককে চূড়ান্ত নোটিস দেয়ার পরও ষষ্ঠতলার পরিবার দুটিকে বিষয়টি না জানানোর কারণে তারা দুর্ভোগের শিকার হয়েছে।
×