ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফাঁকিবাজদের কারণে হিমশিম খাচ্ছি ॥ মেয়র নাছির

প্রকাশিত: ০৩:৫৩, ১৬ মে ২০১৬

ফাঁকিবাজদের কারণে  হিমশিম খাচ্ছি ॥  মেয়র নাছির

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ফাঁকিবাজদের কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেবা কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে বলে স্বীকার করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। শনিবার রাতে ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন। খাতুনগঞ্জ ট্রেড এ্যান্ড ইন্ডাস্ট্রিজ এ্যাসোসিয়েশনের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহবুবুল আলম। স্বাগত বক্তব্য রাখেন কেটিআইএ সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ। বক্তব্য রাখেনÑ আল আরফাহ ব্যাংকের ভাইস চেয়ারম্যান মীর আবদুস সালাম, কাউন্সিলর নুরুল হক, সাবেক কাউন্সিলর জামাল হোসেন, ব্যবসায়ী নেতা আহমদ রশিদ আমু, আলমগীর পারভেজ, চাক্তাইয়ের এসএম হারুন রশিদ, এমএ হায়দার চৌধুরী, শান্ত দাশগুপ্ত, সাইফুদ্দিন, ফরিদ উদ্দিন আহমদ, খোরশেদ আলম, জসিম উদ্দিন মিন্টু, আলী আব্বাস তালুকদার, এনকে আলম সাজ্জাদ, ফেরদৌস ওয়াহিদ, আবসার উদ্দিন, আছদগঞ্জের ফরিদুল আলম, শফিকুল মন্নান, এহসান উল্লাহ, আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান ফারুক, ফয়েজ উল্লাহ বাহাদুর, সালাহ উদ্দিন প্রমুখ। ব্যবসায়ী নেতারা জানান, বিগত কয়েক বছর থেকে একটানা দৈনিক দু’বার খাতুনগঞ্জ, চাক্তাই, আছদগঞ্জ ও বৃহত্তর বাকলিয়া এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। জলাবদ্ধতায় ভিজে নষ্ট হয়েছে খাতুনগঞ্জ-চাক্তাইয়ের ব্যবসায়ীদের মালামাল। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ শত কোটি ছাড়িয়ে গেছে।
×