ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুগ্মসচিব ও উপসচিব হিসেবে ১৪৪ কর্মকর্তার পদোন্নতি

প্রকাশিত: ০৫:৪০, ১৬ মে ২০১৬

যুগ্মসচিব ও উপসচিব হিসেবে ১৪৪ কর্মকর্তার পদোন্নতি

বিশেষ প্রতিনিধি ॥ যুগ্মসচিব ও উপসচিব পদে ১৪৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে ৭৩ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব এবং ৭১ কর্মকর্তাকে উপ সচিবে পদোন্নতি দেয়া হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়। বিগত সময়ে পদোন্নতি বঞ্চিতদের রিভিউ হিসেবে এই পদোন্নতি দেয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্র, যুগ্ম সচিবে পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, ৮২ (বিশেষ) ব্যাচের এক কর্মকর্তা, ৮৪ ব্যাচের চার, ৮৫ ব্যাচের ১৪, ৮৬ ব্যাচের ৮, নবম ব্যাচের নয়, দশম ব্যাচের ১৫ এবং অন্যান্য ক্যাডারের ২২ কর্মকর্তা। এ ক্ষেত্রে অন্যান্য ক্যাডারের কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন ৪০ শতাংশেরও বেশি। উপ সচিবে পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ৮৫ ব্যাচের দুই, দশম ব্যাচের দুই, ১৩তম ব্যাচের তিন, ১৫তম ব্যাচের চার, ১৭তম ব্যাচের চার, ১৮তম ব্যাচের চার, ২০তম ব্যাচের ৩৬ এবং অন্যান্য ক্যাডারের ১৬ কর্মকর্তা। এ ক্ষেত্রে অন্যান্য ক্যাডারের কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন ২৯ শতাংশ। এর আগে গত ১২ মে ৮৫ জন যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়। এ নিয়ে তিন স্তরের পদোন্নতি প্রদান করল সরকার। স্থায়ী পদ না থাকলেও গত বছরের ৬ এপ্রিল উপ সচিব, যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিবের তিন স্তরে একসঙ্গে ৮৭৩ কর্মকর্তাকে পদোন্নতি দেয় সরকার। তখন সিনিয়র সহকারী সচিব থেকে ৩৪৩ জনকে উপ সচিব, উপ সচিব থেকে ২৯৯ জনকে যুগ্ম সচিব এবং যুগ্ম সচিব থেকে ২৩১ জনকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়। ২০১৪ সালের ১২ জানুয়ারি টানা দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার গঠনের পর এ পর্যন্ত জনপ্রশাসনের প্রায় ১২০০ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে। বিগত সরকারের সময় (২০০৯-২০১৩) বিভিন্ন ধাপে জনপ্রশাসনের ২ হাজার ৫২৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছিল। নতুন করে উপ সচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিতে গত ১৪ ডিসেম্বর সুপেরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠক হয়। এই তিন স্তরের পদোন্নতি সংক্রান্ত এজেন্ডা নিষ্পত্তিতে এসএসবির ১৩টি বৈঠক হয়, গত ২২ ফেব্রুয়ারি হয় শেষ বৈঠক। এসএসবির সভা শেষে পদোন্নতি সংক্রান্ত ফাইল চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠোনো হয়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর পদোন্নতিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হলো। উপ সচিব থেকে জ্যেষ্ঠ সচিব পর্যায়ে বর্তমানে সরকারের ২ হাজার ৬১৩ জন কর্মকর্তা রয়েছেন। যুগ্ম সচিবে পদোন্নতিপ্রাপ্তরা হলেন ॥ মোঃ ওয়ালিউর রহমান, মোঃ জাফর সিদ্দিক, মোহাম্মদ নূরুল করিম মজুমদার, মোঃ হাফিজ উদ্দিন, মোঃ শামসুল আলম, মোঃ আমিনুল ইসলাম, নিতাই পদ দাস, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আবু তালেব, মোঃ শাহনেওয়াজ চৌধুরী, মোঃ আওলাদ হোসেন খান, রিজওয়ান খায়ের, নাছিমা মহসিন, মোঃ শাহ আলম মৃধা, খলিলুর রহমান কাগজী, মোঃ শাহজাহান মিয়া, বেগম নাসরীন আখতার চৌধুরী, বেনজামিন হেমব্রম, শেখ আতাহার হোসেন, মোঃ আব্দুল জলিল, শ্যাম কিশোর রায়, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, মোঃ আবদুল জলিল, মোঃ মকবুল হোসেন, মোঃ ফয়জুর রহমান ফারুকী, লুৎফুন নাহার বেগম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ কামাল হোসেন, অনল চন্দ্র দাস, মোঃ মহসীন, মোঃ মাহবুবুল ইসলাম, সারওয়ার মাহমুদ, মোঃ ইউসুফ আলী, কেএম তরিকুল ইসলাম, মোঃ হাসানুল ইসলাম, বেগম সালমা মমতাজ, মোঃ দেলওয়ার হায়দার, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ রেজাউল করিম, মোঃ হারুন-অর-রশিদ মোল্লা, মোহাম্মদ নুরুল আলম নিজামী, মনিন্দ্র কিশোর মজুমদার, মোঃ মকবুল হোসেন, অশোক কুমার দেবনাথ, সুবোল বোস মণি, মোঃ মাসুদ করিম, মোঃ আবু বকর সিদ্দিক, মোঃ মহিবুর রহমান, ড. মোঃ রুহুল আমিন, মোঃ হেমায়েত উদ্দিন, ড. মোঃ আলফাজ হোসেন, ড. মোঃ নূরুল আলম খান, মোঃ ফারুক আহমেদ, ড. অনিমা রাণী নাথ, মোঃ মনিরুজ্জামান, কাজী মনোয়ার হোসেন, মোঃ রুহুল আমিন তালুকদার, মোঃ বদরুল আনাম ভুইয়া, মুহাম্মদ আজম, মহেষ চন্দ্র রায়, সোহরাব হোসেন, বেগম লায়লা আরজুমান্দ বানু, মোঃ গোলাম মোস্তফা, মোঃ মোশারফ হোসেন মোল্লা, সুকুমার চন্দ্র কু-, আব্দুল্লাহ হারুন পাশা, এএইচএম আহসান, ইকবাল মাহমুদ, এসএম নুরুল ইসলাম। উপ সচিবে পদোন্নতিপ্রাপ্তরা হলেন ॥ মোহাম্মদ হুমায়ুন কবীর, বেগম নাসিম বানু, গাজী উদ্দীন মোহাম্মদ মুনীর, মোঃ আব্বাছ উদ্দিন, মোঃ মাহমুদ হাসান, মোঃ মনজুরুর রহমান, মোঃ হামিদুর রহমান, মোঃ খালেদ রহিম, মোঃ নূরুল বাসির, মোঃ শওকত রশীদ চৌধুরী, মোঃ শেখাবুর রহমান, কাজী আনোয়ার হোসেন, মোঃ দাউদ মিয়া, মোঃ শাহ আলম, মোঃ রফিকুল আলম, বেগম সুরাইয়া আখতার জাহান, মোঃ সেলিম খান, মোঃ ফিরোজ আহমেদ, মোঃ আমিনুল ইসলাম, এসএম রেজাউল করিম, ড. চৌধুরী জিয়া উদ্দিন হায়াত, মোঃ মশিউর রহমান, বাবর আলী মীর, মুহাম্মদ মনজুরুল হক, মোঃ খোরশেদ আলম, মোহাম্মদ বদরুল হক, দীপংকর বিশ্বাস, কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, বেগম শামীম সুলতানা, আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, মোঃ নজরুল ইসলাম, মোহাম্মদ আবু নঈম, অঞ্জন চন্দ্র পাল, বেগম নাছিমা আক্তার, মুহাম্মদ গোলামুর রহমান, মোসাঃ ফেরদৌসী বেগম, বেগম নুরুন্নাহার, মীর্জা আলী আশরাফ, বেগম রোকসানা তারান্নুম, বেগম ওয়াহিদা মুসাররত অনীতা, মোঃ আকতার হোসেন আজাদ, এসএম মাসুদুল হক, হাসান মাহমুদ, সত্যকাম সেন, ড. অনুপম সাহা, এএসএম সফিউল আজম, বেগম শাহীনুর শাহীন খান, মোহাম্মদ মনিরুল ইসলাম, এসএম নাজিমুল ইসলাম, মোঃ শাহ আলম, মোঃ মায়সুর মাহমুদ চৌধুরী, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আবুল বাসার সিদ্দিক আকন, ড. শ্রীকান্ত কুমার চন্দ, ফেরদৌসী বেগম, কাজী মোশতাক জহির, মোঃ আঃ কুদ্দুস দেওয়ান, ডাঃ সমর কুমার ঘোষ, মোঃ শরাফত জামান, মোঃ আরিফুল হক, মোঃ মাসুদ আলম, মোঃ আইয়ুব আলী।
×