ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আন্না হাজারেকে হত্যার হুমকি দিয়ে চিঠি

প্রকাশিত: ০৬:২৫, ১৭ মে ২০১৬

আন্না হাজারেকে হত্যার হুমকি দিয়ে চিঠি

সমাজে ‘অস্থিরতা’ ছড়ানোর অভিযোগ তুলে ভারতের আলোচিত বর্ষীয়ান অধিকারকর্মী আন্না হাজারেকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। রবিবার তার কার্যালয়ে চিঠিটি এসে পৌঁছে বলে জানিয়েছেন হাজারের একজন সহযোগী। হাজারের মুখপাত্র সায়াম আসাবা বলেন, হাতে লেখা মারাঠি ভাষার চিঠিটি বিকেল রালেগান সিদ্ধি গ্রামে হাজারের কার্যালয়ে এসে পৌঁছে। চিঠির বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এতে লেখা ছিল, ‘সমাজে অসন্তোষ ছড়ানোর কারণে আপনাকে হত্যা করা হবে।’ খবর এনডিটিভির। সবচেয়ে বিপজ্জনক গির্জা ফিলিস্তিনের পশ্চিম তীরের জর্দান নদীর পাশে অবস্থিত কায়সার আল-ইয়াহুদ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক গির্জা প্রায় এক হাজার বছর আগে এটি তৈরি করা হয়। প্রতিবছর এখানে আসতো তিন লাখ দর্শনার্থী। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরাইল এলাকাটি দখল করে নেয় এবং মাইন ও ফাঁদ পেতে রাখে। এরপর থেকে আজ পর্যন্ত সেখানে কেউ প্রবেশ করতে পারে নি। - বিবিসি ভারতে তৈরি প্রথম স্পেস শাটল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তৈরি প্রথম স্পেশ শাটল মহাকাশে পাড়ি দিতে চলেছে এ মাসের শেষের দিকে। শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে এটি। পুনরায় ব্যবহারযোগ্য প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে রিইউজেবল লঞ্চ ভেইকেলস-টেকনোলজি ডেমোনস্ট্রেটর। পরীক্ষা সফল হলে স্পেস শাটলের বর্তমান খরচ ১০ ভাগে নামিয়ে আনা যাবে। ডেল্টা উইংয়ের সাহায্যে মহাকাশ থেকে ফেরার পথে এটি বঙ্গোপসাগরের উপকূল থেকে পাঁচ শ’ কিলোমিটার দূরে ভার্চুয়াল রানওয়েতে নামতে পারবে। - জি নিউজ
×