ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুই কোম্পানির এজিএম স্থগিত

প্রকাশিত: ০৬:৩২, ১৭ মে ২০১৬

দুই কোম্পানির এজিএম স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদ বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে। তবে রেকর্ড ডেট অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানি দুইটি। কোম্পানি দুইটি হচ্ছে- শাশা ডেনিমস ও কেডিএস এ্যাক্সেসরিজ লিমিটেড। সূত্র জানায়, অর্থবিল ২০১৫ ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা পরিপালনের লক্ষ্যে কোম্পানি দুইটির এজিএম স্থগিত করা হয়েছে। এর আগে কোম্পানি দুইটি আগামী ২ জুন এজিএম করার ঘোষণা দিয়েছিল। নির্দেশনা অনুযায়ী কোম্পানির হিসাব বছর জুনে শেষ হবে। এরপরে কোম্পানিগুলো এজিএমের নতুন তারিখ ঘোষণা করবে। তবে কোম্পানিগুলোর প্রস্তাবিত লভ্যাংশ অপরিবতির্ত থাকবে। উল্লেখ্য, গত ২৭ এপ্রিল বিএসইসির ৫৭০তম সভায় ব্যাংক-বীমা-আর্থিক প্রতিষ্ঠান বাদে সব তালিকাভুক্ত কোম্পানিগুলোকে একই অর্থবছর অনুসরণ করার নির্দেশনা দেয়া হয়। -অর্থনৈতিক রিপোর্টার হিসাব বছর পরিবর্তন করবে সাফকো স্পিনিং পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ হিসাব বছর পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানি আইন-১৯৯৪ ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী হিসাব বছর পরিবর্তন করবে। জানা গেছে, সাফকো স্পিনিংয়ের হিসাব বছর ৬ মাস বাড়ানো হবে অর্থাৎ ১৮ মাসে শেষ হবে। এই কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৫ এর পরিবর্তে ৩০ জুন ২০১৬ হিসাব বছর শেষ করবে। কোম্পানিটির হিসাব বছর পরিবর্তন হওয়ার কারণে আগামী ৪ জুনের এজিএম স্থগিত করা হয়েছে। পরে কোম্পানির এজিএমের নতুন তারিখ জানানো হবে। তবে রেকর্ড ডেট অপরিবর্তিত থাকবে। -অর্থনৈতিক রিপোর্টার
×