ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হ্যাকারদের অর্থ চুরির চেষ্টা নস্যাত করেছে ভিয়েতনাম

প্রকাশিত: ০৬:৩৪, ১৭ মে ২০১৬

হ্যাকারদের অর্থ চুরির চেষ্টা নস্যাত করেছে ভিয়েতনাম

হ্যাকারদের ১ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ চুরির চেষ্টা নস্যাত করে দিয়েছে ভিয়েতনামের একটি ব্যাংক। সুইফ প্ল্যাটফর্ম ব্যবহার করে ভুয়া মেসেজ পাঠিয়ে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার যেভাবে চুরি করা হয়েছে, ঠিক একই কায়দায় ভিয়েতনামের তিয়েন ফং ব্যাংকের অর্থ চুরির চেষ্টা হয়েছিল। হ্যানয়ভিত্তিক তিয়েন ফং ব্যাংক রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরের শেষদিকে বৈশ্বিক আন্তঃব্যাংকিং বার্তা বিনিময় ব্যবস্থা সুইফটের প্ল্যাটফর্মের মাধ্যমে কয়েকটি ভুয়া বার্তা তারা আবিষ্কার করে। এসব বার্তার মাধ্যমে ১ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ চুরির চেষ্টা করা হয়। বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয়া হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করে অর্থ স্থানান্তরের চেষ্টা আটকে দেয়া হয়। বিবৃতিতে বলা হয়, ওই ঘটনায় ‘ব্যাংকের কোন ক্ষতি হয়নি। -অর্থনৈতিক রিপোর্টার জিপিএইচ কর্মকর্তা ও কর্মচারী শ্রমিকদের গ্রুপ বীমা ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান চট্টগ্রামের জিপিএইচ কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারী-শ্রমিকদের গ্রুপ বীমার সুবিধা প্রদানের জন্য চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। গত রবিবার কুমিরার কারখানা প্রাঙ্গণ এ চুক্তি স্বাক্ষর করা হয়। অনুষ্ঠানে জিপিএইচ কর্মকর্তা মোহাম্মদ আলমাস শিমুল বলেন, ‘কর্মকর্তা-কর্মচারী-শ্রমিকবৃন্দ জিপিএইচ পরিবারের সন্তানের মতো। কর্তৃপক্ষের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তাদের পেশাগত সুরক্ষার জন্য ভবিষ্যতে আবাসন, নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থানসহ যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। ইতোমধ্যে শিক্ষা সুবিধা বাস্তবায়নের জন্য গঠিত এক কমিটি কাজ শুরু করে দিয়েছে।’ চার্টার্ড লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, সামাজিক দায়ভার হিসেবে জিপিএইচ এই সুবিধা প্রবর্তন করেছে এবং এর সঙ্গে মানবসম্পদ কল্যাণের অংশীদার হতে পেরে আমরা গর্বিত।’ -স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস
×