ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চেয়ারম্যানের কক্ষে তালা দিলেন ভাইস চেয়ারম্যান

প্রকাশিত: ০৭:০০, ১৭ মে ২০১৬

চেয়ারম্যানের কক্ষে তালা দিলেন ভাইস চেয়ারম্যান

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১৬ মে ॥ উন্নয়ন প্রকল্প বরাদ্দে সমন্বয়হীনতার অভিযোগ এনে এক ভাইস চেয়ারম্যান সোমবার কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ ফখরুল ইসলাম ফিরোজের কার্যালয়ে তালা মেরে দিয়েছেন। জানা গেছে, দুপুর একটার দিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুজ্জামান খোকন চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে দুই অফিস সহায়ক মাসুদ এবং উজ্জ্বল মিয়াকে বের করে দেন। এরপর দরজায় তালা লাগিয়ে দেন। এ সময় উপজেলা চেয়ারম্যান শাহ ফখরুল ইসলাম ফিরোজ ময়মনসিংহে ছিলেন। তালা লাগানোর কথা স্বীকার করে ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রফিকুজ্জামান খোকন বলেন, সরকারী বিধি থাকা সত্ত্বেও উপজেলা চেয়ারম্যান আমার নামে টিআর, কাবিখা ও কাবিটা কর্মসূচীর কোন উন্নয়ন প্রকল্প বরাদ্দ করেননি। কোন মিটিং ছাড়াই একক সিদ্ধান্তে মনগড়াভাবে তিনি প্রকল্প প্রস্তাবনা অনুমোদন করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে বহু অনিয়ম-দুর্নীতির অভিযোগ আছে। এ ব্যাপারে রবিবার জেলা প্রশাসকের কাছেও অভিযোগ করেছেন বলে জানান তিনি। অন্যদিকে উপজেলা চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগের নেতা শাহ ফখরুল ইসলাম ফিরোজ বলেন, সরকারী নীতিমালা অনুসরণ করেই প্রকল্প বরাদ্দ এবং অনুমোদন করা হয়েছে। ভাইস চেয়ারম্যান রফিকুজ্জামান খোকন দুই মাস যাবত পরিষদের মিটিংয়ে আসেন না। তিনি কোন প্রকল্প প্রস্তাবনাও জমা দেননি। ইউএনও সাইফুজ্জামান বলেন, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের মধ্যে সমন্বয়ের অভাবে এমন ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। ১৩ কঙ্কাল চুরি নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৬ মে ॥ আশুলিয়ায় একটি কবরস্থান থেকে ৮টি মানব কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বছরখানেক আগেও একই কায়দায় ১৩টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল ওই কবরস্থানে। রবিবার গভীর রাতে পাথালিয়া ইউনিয়নের গকুলনগর এলাকার কেন্দ্রীয় কবরস্থান থেকে কঙ্কাল চুরির এ ঘটনা ঘটে। এক প্রত্যক্ষদর্শী জানান, ফজরের নামাজ পড়ে প্রতিদিনই তিনি কবর জিয়ারতের জন্য কবরস্থানে যান। সোমবার ভোরে কবরের মাটি আলগা দেখে তার সন্দেহ হয়। মৌচাষীদের প্রশিক্ষণ নিজস্ব সংবাদদতা, গাইবান্ধা, ১৬ মে ॥ মৌমাছি চাষ ও মধু উৎপাদন বৃদ্ধিকল্পে বিসিক এক কর্মসূচী গ্রহণ করেছে। ‘আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ উন্নয়ন প্রকল্প’ শীর্ষক এ কর্মসূচীর আওতায় বিসিকের উদ্যোগে সোমবার মৌমাছি উন্নয়ন শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ এ কর্মসূচীর উদ্বোধন করেন। এতে তিনটি কোর্সে মৌচাষীদের প্রশিক্ষণ প্রদান করা হয় এবং ৩০ জনকে বিনামূল্যে মৌ চাষের বাক্স, প্রশিক্ষণ ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়।
×