ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জয়বাংলা বাজারের আয়রন ব্রিজটির বেহাল দশা

প্রকাশিত: ২১:০৮, ১৭ মে ২০১৬

জয়বাংলা বাজারের আয়রন ব্রিজটির বেহাল দশা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ কলাপাড়ার মিঠাগঞ্জ ইউনিয়নের মিঠাগঞ্জ গ্রামের জয়বাংলা বাজারের আয়রণ ব্রিজটির এখন চরম বেহাল দশা। জীবনের চরম ঝুকি নিয়ে পারাপার হচ্ছে সাধারণ মানুষ। দীর্ঘদিন কোন মেরামত না করায় ব্রিজটি এ দশায় পৌছেছে। এখন বিধ্বস্ত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থাানীয়রা জানায়, আনুমানিক ১৫০ ফুট লম্বা এ ব্রিজটি প্রায় ১৫ বছর আগে এলজিইডি’র অর্থায়নে সাপুরিয়া নদীর উপর নির্মিত হয়। ব্যস্ততম সড়কের ঝুকিপূর্ন ব্রিজটি মাঝখান থেকে হেলে পড়েছে। ব্রিজের কংক্রিটের স্লিপার খুলে পড়ে যাচ্ছে। লোহার পাতগুলো উত্তর দিকে ঝুকে বাঁকা হয়ে ভেঙে যাচ্ছে। সকল এ্যাঙ্গেলগুলে জীর্ণদশায় রয়েছে। ফলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এলাকাবাসীর দাবী অতি দ্রুত এ ব্রিজটি নতুন ভাবে নির্মানের।
×